স্বরাষ্ট্র উপদেষ্টা

অভিযানে কোনো বাহিনীর সদস্যের গাফিলতি পেলে ছাড় দেওয়া হবে না

আপলোড সময় : ২৫-০২-২০২৫ ১০:২৬:২১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-০২-২০২৫ ১০:২৬:২১ পূর্বাহ্ন
চুরি, ডাকাতি, ছিনতাই রোধে গতরাত থেকে শুরু হওয়া অভিযান সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অভিযানে যদি কোনো বাহিনীর সদস্যের গাফিলতি ধরা পড়ে, তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে শহীদ সামরিক কর্মকর্তা ও সদস্যদের কবরে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দেশের সার্বিক পরিস্থিতি ও চলমান অভিযানের সফলতা সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "সফলতা-ব্যর্থতা আপনারা মূল্যায়ন করবেন। তবে অভিযানে যদি কোনো জায়গায় বাহিনীর সদস্যের গাফিলতি পাই, তাহলে তাকে আইনের আওতায় আনা হবে।"

তিনি আরও বলেন, "এখানে কাউকে ছাড় দেওয়া হবে না, সে পুলিশ, বিজিবি, র‍্যাব, আনসার বা কারা অধিদপ্তরের সদস্য যেই হোক। দায়িত্বে অবহেলা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"

অভিযানের সর্বশেষ আপডেট নিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, "আমি তো ভাবছিলাম, আপডেট আপনারা দেবেন। সত্য সংবাদ পরিবেশন করুন, আমরা ব্যবস্থা নেব। ইতোমধ্যে দুই এসপির বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর আমরা পদক্ষেপ নিয়েছি। সত্য সংবাদের ভিত্তিতে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।"


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv