শহীদ সেনা দিবস

বনানী সামরিক কবরস্থানে বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা

আপলোড সময় : ২৫-০২-২০২৫ ১০:৫৪:৪৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-০২-২০২৫ ১০:৫৪:৪৬ পূর্বাহ্ন
জাতীয় শহীদ সেনা দিবসে পিলখানা ট্র্যাজেডির শহীদদের স্মরণে বনানী সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে তিনি ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারির হৃদয়বিদারক হত্যাকাণ্ডের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তার সঙ্গে বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। বিজিবি প্রধান বলেন, “এই শহীদদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। তাঁদের রক্তে রচিত হয়েছে দেশপ্রেম ও দায়িত্বশীলতার এক অনন্য দৃষ্টান্ত।”

পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের স্মরণে বিজিবি সদর দপ্তরে বিশেষ দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়েছে।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com