শান্তি মানে ইউক্রেনের আত্মসমর্পণ করা নয় : ম্যাক্রোঁ

আপলোড সময় : ২৫-০২-২০২৫ ১১:০৭:৫০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-০২-২০২৫ ১১:০৭:৫০ পূর্বাহ্ন
সংঘাত বন্ধে শান্তি প্রতিষ্ঠার অর্থ ইউক্রেনের আত্মসমর্পণ নয় বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেছেন, যেকোনো শান্তি চুক্তি অবশ্যই নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে আসতে হবে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এই কথা জানান ম্যাক্রোঁ। বৈঠকের বিষয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

ম্যাক্রোঁ বলেন, “শান্তির মানে ইউক্রেনের আত্মসমর্পণ হওয়া নয়। কোনো নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া যুদ্ধবিরতি কাম্য হতে পারে না।”

অন্যদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইউক্রেনে শান্তি রক্ষার খরচ শুধু যুক্তরাষ্ট্র নয়, ইউরোপকেও ভাগ করে নিতে হবে। জবাবে ম্যাক্রোঁ জানান, ইউরোপীয় দেশগুলো বোঝা ভাগ করার গুরুত্ব বুঝতে পেরেছে এবং প্রতিরক্ষা ব্যয় বাড়াতে প্রস্তুত।

ম্যাক্রোঁ আরও বলেন, রাশিয়ার আগ্রাসনের তৃতীয় বর্ষপূর্তিতে এ আলোচনায় নতুন আশার আলো দেখা যাচ্ছে। তিনি জানান, ইউরোপ শান্তিরক্ষী বাহিনী মোতায়েনে প্রস্তুত রয়েছে।

ট্রাম্প বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনী মোতায়েনে “রাজি” আছেন। তবে ট্রাম্পের বক্তব্য নিয়ে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কিছু মতপার্থক্য স্পষ্ট হয়েছে।

ম্যাক্রোঁ বলেন, “এই সংঘাতে রাশিয়া স্পষ্টতই আক্রমণকারী।” অন্যদিকে, ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে সরাসরি কঠোর ভাষা ব্যবহার এড়িয়ে যান। তবে তিনি দ্রুত যুদ্ধবিরতির পক্ষে নিজের অবস্থান স্পষ্ট করেন।

ম্যাক্রোঁ অবশ্য যুদ্ধবিরতির পর ধীরগতিতে নিরাপত্তা গ্যারান্টিসহ একটি দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির পক্ষে কথা বলেন।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv