জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন প্রেস সচিব

আপলোড সময় : ২৫-০২-২০২৫ ১১:১৭:১৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-০২-২০২৫ ১১:১৭:১৮ পূর্বাহ্ন
চলতি বছরের ডিসেম্বর অথবা সর্বোচ্চ আগামী বছরের মার্চের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “রাজনৈতিক দলগুলো যদি কম সংস্কার চায়, তাহলে নির্বাচন ডিসেম্বরের মধ্যেই অনুষ্ঠিত হবে। তবে বেশি সংস্কারের প্রয়োজন হলে নির্বাচন মার্চের মধ্যেও গড়াতে পারে।”

তবে জুনে নির্বাচন আয়োজনের চ্যালেঞ্জের কথা তুলে ধরে প্রেস সচিব বলেন, “এপ্রিল থেকে কালবৈশাখী শুরু হয়, তারপর বর্ষা আসে। আবহাওয়া অনুকূল না থাকলে নির্বাচন আয়োজন কঠিন হতে পারে। তাই মার্চের পর নির্বাচন পেছানোর সম্ভাবনা খুবই কম।”

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এটি উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের বিষয়। এখন পর্যন্ত সে বিষয়ে কোনো আলোচনা হয়নি।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv