জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি ফের বুধবার

আপলোড সময় : ২৫-০২-২০২৫ ১২:১৬:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০২-২০২৫ ১২:১৬:২৩ অপরাহ্ন
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের প্রথম দিনের শুনানি মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) শেষ হয়েছে। পরবর্তী শুনানির জন্য আগামীকাল (২৬ ফেব্রুয়ারি) দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

এদিন প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ শুনানির জন্য দিন ধার্য করেন। আজহারের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, যাকে সহযোগিতা করেন সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এবং ব্যারিস্টার নাজিব মোমেন।

শুনানি শুরু হয় সকাল ১০টা ১৭ মিনিটে। ২৩ ফেব্রুয়ারি আপিল বিভাগের পক্ষ থেকে রিভিউ আবেদনটি শুনানির জন্য ২৫ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়।

এদিকে, ২০১৯ সালের ২৩ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের মামলায় এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছিল আপিল বিভাগ। এরপর এই রায়ের বিরুদ্ধে তিনি রিভিউ আবেদন করেন।

আজহার বিরুদ্ধে ২০১৪ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডাদেশ দেয়, যেখানে মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলে গণহত্যা, ধর্ষণ, নির্যাতন, অপহরণ ও বাড়ি-ঘরে অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল।

জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন এবং আদালতের রায়কে প্রহসন বলে অভিহিত করেছেন।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv