রমজানে লোডশেডিং কমাতে এলএনজি আমদানির সিদ্ধান্ত

আপলোড সময় : ২৫-০২-২০২৫ ০১:০৯:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০২-২০২৫ ০১:০৯:৫০ অপরাহ্ন
রমজানকে সামনে রেখে বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সর্বাত্মক চেষ্টা করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা জানান, এখন পর্যন্ত কোনো পণ্যের ঘাটতি নেই। তবে কেউ তেলসহ প্রয়োজনীয় পণ্য মজুদ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে মূল্যস্ফীতি ৯ শতাংশ থাকলেও ঈদের পর তা ৭-৮ শতাংশের মধ্যে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে, যা বাজেট ঘোষণার আগেই আরও কমতে পারে।

রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার এক কার্গো করে এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে। লোডশেডিং কমিয়ে মানুষকে স্বস্তি দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে উপদেষ্টা জানান।

ড. সালেহউদ্দিন জানান, আগামী জুন মাসে বাজেট ঘোষণা করা হবে, তবে তারিখ পরে জানানো হবে। এদিকে, বাংলাদেশের একটি প্রতিষ্ঠান ২৯ মিলিয়ন ডলার অনুদান পেয়েছে — এই অনুদানের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে এনজিও ব্যুরো কাজ করবে। অর্থ উপদেষ্টা বলেন, “টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। এটি উন্নয়ন কাজে ব্যয় হলে তবেই সঠিকভাবে কাজে লাগবে।”

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেছেন জানিয়ে উপদেষ্টা বলেন, “অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য আইনশৃঙ্খলা স্বাভাবিক থাকা জরুরি। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে, শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে।”


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv