এই রোনালদোকে কে থামায়!

আপলোড সময় : ২৬-০২-২০২৫ ০১:৪৬:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০২-২০২৫ ০১:৪৬:৫৫ অপরাহ্ন
ক্রিস্টিয়ানো রোনালদো আবারও প্রমাণ করলেন কেন তিনি ফুটবলের জীবন্ত কিংবদন্তি। সৌদি প্রো লিগে আল ইত্তিফাকের বিপক্ষে পরাজয়ের ক্ষত ভুলে ফের জয়ের পথে ফিরেছে আল নাসর — আর সেই পথের দিশারি ছিলেন স্বয়ং রোনালদো।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) কিং আবদুল আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আল-ওয়েহদাকে ২-০ গোলে হারায় আল নাসর। এই জয়ে লিগ শিরোপার দৌড়ে আরও শক্ত অবস্থান গড়ে নেয় দলটি।

প্রথমার্ধে ছন্দ খুঁজতে হিমশিম খেয়েছিল দুই দলই। উল্লেখযোগ্য কোনো গোলের সুযোগ তৈরি করতে পারেনি কেউ। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই জ্বলে ওঠেন রোনালদো।

৪৮তম মিনিটে অ্যাঞ্জেলোর ক্রস থেকে দুর্দান্ত এক হেডে গোল করেন তিনি। এটি ছিল চলতি মৌসুমে তার ১৭তম গোল — যা তাকে লিগের শীর্ষ গোলদাতা হিসেবে রেখেছে। সেই সঙ্গে ক্যারিয়ারের ৯২৫তম গোল করে আরও একধাপ এগিয়ে গেলেন ১০০০ গোলের মাইলফলকের পথে।

গোলের পরও আল নাসর আক্রমণাত্মক খেলায় মনোযোগ রাখে। ম্যাচের অতিরিক্ত সময়ে পেনাল্টি পায় দলটি। তবে নিজে না নিয়ে সাদিও মানেকে স্পট-কিক নেওয়ার সুযোগ দেন রোনালদো। মানে নির্ভুলভাবে বল জালে পাঠিয়ে আল নাসরের জয় নিশ্চিত করেন।

এই জয়ের ফলে ২২ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিন নম্বরে উঠে এসেছে আল নাসর। শীর্ষে থাকা আল ইতিহাদের পয়েন্ট ২১ ম্যাচে ৫৫, আর দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের সংগ্রহ ২২ ম্যাচে ৫১ পয়েন্ট।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv