আরও একটি সম্মাননা পাচ্ছেন তামিম

আপলোড সময় : ২৬-০২-২০২৫ ০২:০৮:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০২-২০২৫ ০২:০৮:১৮ অপরাহ্ন
বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল এবার নতুন এক সম্মাননা পাচ্ছেন। চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) এ বছর একুশে স্মারক সম্মাননা পদক এবং সাহিত্য পুরস্কারের জন্য ১৪ জনের নাম ঘোষণা করেছে, যেখানে রয়েছে তামিম ইকবালের নামও।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সিসিসির জনসংযোগ বিভাগের একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়। এই বছরের সম্মাননাপ্রাপ্তদের মধ্যে আটজনকে একুশে স্মারক সম্মাননা পদক এবং ছয়জনকে সাহিত্য পুরস্কার দেওয়া হবে।

একুশে স্মারক সম্মাননা পাচ্ছেন— ভাষা আন্দোলনে বদিউল আলম চৌধুরী (মরণোত্তর), সমাজসেবা ও গবেষণায় ড. সুকোমল বড়ুয়া, চিকিৎসাবিজ্ঞানে অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলনে বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী, সমাজসেবায় লায়ন কামরুন মালেক, সঙ্গীতে নকিব খান, সাংবাদিকতায় জাহেদুল করিম কচি এবং ক্রীড়ায় তামিম ইকবাল।

এছাড়া সাহিত্য পুরস্কারের জন্য মনোনীতরা হলেন— কথাসাহিত্যে অধ্যাপক আসহাব উদ্দীন (মরণোত্তর), প্রবন্ধ ও গবেষণায় অধ্যাপক ড. সলিমুল্লাহ খান, শিশুসাহিত্যে মিজানুর রহমান শামীম, শিশু-চিকিৎসাসাহিত্যে অধ্যাপক ডা. প্রণব কুমার চৌধুরী, কবিতায় জিললুর রহমান এবং অনুবাদে ফারজানা রহমান শিমু।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল চারটায় নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে অমর একুশে বইমেলা মঞ্চে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হবে।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv