সান্ত্বনার জয়ের খোঁজে মুখোমুখি পাকিস্তান-বাংলাদেশ

আপলোড সময় : ২৭-০২-২০২৫ ১০:২৯:৪৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০২-২০২৫ ১০:২৯:৪৮ পূর্বাহ্ন
চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন শেষ হয়েছে দু'দলেই। তবে শেষ ম্যাচটা জয় দিয়ে রাঙাতে চায় বাংলাদেশ ও পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে ম্যাচটি শুরু হবে দুপুর ৩টায়।

বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দেশ ছাড়ার আগে শিরোপার স্বপ্ন দেখিয়েছিলেন। অথচ বাস্তবতা হলো, দলটি খেলেছে সাদামাটা ক্রিকেট। পাকিস্তানের অবস্থা আরও করুণ — স্বাগতিক হয়েও গ্রুপ পর্বেই ছিটকে পড়া কতটা হতাশার, তা শুধু তারাই জানে।

বিদায় নিশ্চিত হলেও ম্যাচের মর্যাদা কমছে না। গত বছর এই রাওয়ালপিন্ডিতেই বাংলাদেশের কাছে টেস্টে হোয়াইটওয়াশ হয়েছিল পাকিস্তান। আজকের ম্যাচে সেই ক্ষত মুছতে চাইবে তারা। আর বাংলাদেশ চাইবে জয়ের স্বস্তি নিয়ে দেশে ফিরতে।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, 'দুটি দলই সেরাটা দিতে চায়। আশা করি ভালো ক্রিকেট হবে।' ভারত-নিউজিল্যান্ডের কাছে হারের পর নিজেদের ভুলগুলো শুধরে মাঠে নামতে চায় টাইগাররা।

অন্যদিকে পাকিস্তানের প্রধান কোচ আকিব জাভেদ বলেন, 'আমরা সম্পূর্ণ মনোযোগ দিয়েই খেলব। এটা চ্যাম্পিয়ন্স ট্রফি — কোনো বাছাইপর্বের খেলা নয়। প্রতিটি ম্যাচই চ্যালেঞ্জিং।'

দুই দলের পরিকল্পনা যতই সাজানো থাকুক, ম্যাচটা ভেসে যেতে পারে বৃষ্টিতে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, ২৭ ফেব্রুয়ারি সারাদিন থেমে থেমে বৃষ্টি হতে পারে রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদে। রাত ১২টা থেকেই বৃষ্টি শুরু হয়ে তাপমাত্রা নেমে যেতে পারে ১৫ ডিগ্রিতে।

শেষ পর্যন্ত মাঠে খেলা গড়াবে নাকি প্রকৃতির কাছে হার মানতে হবে — সেটাই এখন বড় প্রশ্ন। তবে সুযোগ পেলে দুই দলই লড়বে মর্যাদার লড়াইয়ে, নিজেদের শেষটা ভালো করতে।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv