৪ ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিলো হামাস, ৬০০ ফিলিস্তিনিকে মুক্তি

আপলোড সময় : ২৭-০২-২০২৫ ১২:৪৭:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০২-২০২৫ ১২:৪৭:৩৯ অপরাহ্ন
যুদ্ধবিরতি চুক্তির আওতায় আরও ৪ ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েল ৬০০ জনের বেশি ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দেওয়ার কিছু পরেই এই চার জিম্মির মরদেহ হস্তান্তর করা হয়, বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভোরে কড়াকড়ি সেনা পাহারায় ৬২০ ফিলিস্তিনিকে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছে দেওয়া হয়। একই দিনে রেড ক্রসের কাছে ৪ ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করে হামাস।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, তারা চারজন জিম্মির মরদেহবাহী কফিন পেয়েছে এবং আনুষ্ঠানিকভাবে তাদের মরদেহ শনাক্তকরণের প্রক্রিয়া শুরু হয়েছে।

ইসরায়েলি গণমাধ্যম জানায়, হামাস যেসব ৪ জন জিম্মির মরদেহ হস্তান্তর করেছে, তারা হলেন: ওহাদ ইয়াহালোমি, সাচি ইদান, ইতজিক এলগারাত ও সোলোমো মনসুর।

উল্লেখ্য, গাজায় যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী গত শনিবার ৬ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় হামাস এবং তাদের সঙ্গে চার জিম্মির মৃতদেহও হস্তান্তর করে। বিনিময়ে ৬২০ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দেওয়ার কথা ছিল ইসরায়েলের। তবে হামাসের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, ইসরায়েল জিম্মিদের সঙ্গে ‘অসম্মানজনক আচরণ’ করছে, যার কারণে বন্দিদের মুক্তি স্থগিত করা হয়। এর পরেই হামাস প্রতিবাদ জানিয়ে দাবি করেছে, আগে ফিলিস্তিনি কারাবন্দিদের মুক্তি দিতে হবে, তারপর তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইসরায়েলের সঙ্গে আলোচনা করবে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv