রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের লিফলেট বিতরণ

আপলোড সময় : ২৭-০২-২০২৫ ০১:৩৯:০১ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০২-২০২৫ ০১:৩৯:০১ অপরাহ্ন
ঝিনাইদহে নিত্যপণ্যের মূল্য স্বাভাবিক রাখতে এবং ব্যবসায়ীদের সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়েছে। ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকালে জেলা দোকান মালিক সমিতি, পরিবেশক সমিতি এবং চেম্বার অব কমার্সের পক্ষ থেকে এ কার্যক্রম শুরু করা হয়।

এদিন শহরের নতুন হাটখোলা, পুরাতন হাটখোলা, ট-বাজার, আরাপপুর, হামদহসহ বিভিন্ন এলাকায় ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেন ব্যবসায়ী নেতারা। তারা ব্যবসায়ীদের প্রতি অতিরিক্ত মুনাফা না করার এবং মূল্যতালিকা প্রদর্শন করার আহ্বান জানান।

এছাড়া, তারা সতর্ক করে বলেন, যদি কোন ব্যবসায়ী এই নির্দেশনা না মেনে চলেন, তবে ভ্রাম্যমাণ আদালত আইনগত ব্যবস্থা নিলে তার দায়ভার ব্যবসায়ী সংগঠন নেবে না।

এ কর্মসূচিতে চেম্বারের সভাপতি মোয়াজ্জেম হোসেন, দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান মিঠু, পরিবেশক সমিতির সভাপতি আহসান হাবীব রনক, সাধারণ সম্পাদক সুশীল সরকারসহ অন্যান্য ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv