মন্ত্রিসভার বৈঠকে বসলেন ট্রাম্প, ছিলেন ইলন মাস্কও

আপলোড সময় : ২৭-০২-২০২৫ ০২:২৫:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০২-২০২৫ ০২:২৫:৩০ অপরাহ্ন

প্রেসিডেন্ট পদে মার্কিন মসনদে বসার একমাস পেরিয়ে গেছে ট্রাম্পের। তার মনোনয়ন দেয়া বেশিরভাগ মন্ত্রী কংগ্রেসের অনুমোদনও পেয়ে গেছে ইতোমধ্যে। এবার মন্ত্রিসভার বৈঠকেও বসলেন ট্রাম্প। সেই বৈঠকে দেখা গেল তার ঘনিষ্ঠ বন্ধু ও ধনকুবের ইলন মাস্ককে।বুধবার (২৬ ফেব্রুয়ারি) নতুন মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বসেন ট্রাম্প। তার ক্ষমতা গ্রহণের পর নবগঠিত সরকারি কর্মদক্ষতা দফতরের (ডিওজিই) দায়িত্ব পান ধনকুবের ইলন মাস্ক। বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প জানান ফলপ্রসু একটি বৈঠক ছিল এটি। বলেন, আমরা সবাই মিলে দারুণ একটি বৈঠকে সমবেত হয়েছিলাম। আমাদের শুরুটা বেশ সাফল্যের সাথে হয়েছে এবং এটি অনেক বছর চলমান থাকবে।

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট আগেই জানিয়েছিলেন, ডিওজিই প্রধান হিসেবে মাস্ককে একজন ‘বিশেষ সরকারি কর্মকর্তা’ ও ‘প্রেসিডেন্টের জ্যেষ্ঠ উপদেষ্টা’ হিসেবে বিবেচনা করা হয়। এ কারণে সুনির্দিষ্ট কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব বা আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত গ্রহণের কর্তৃত্ব না থাকা সত্ত্বেও মন্ত্রিসভার বৈঠকে যোগ দেবেন মাস্ক।প্রসঙ্গত, মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প জোর দিয়ে বলেছেন যে, মন্ত্রিসভার সব সদস্য ইলন মাস্কের কাজে অত্যন্ত খুশি। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, মন্ত্রিসভার বৈঠকে মিডিয়া এটি দেখতে পাবে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv