ভোট কারচুপির সাথে জড়িত ইউএনওদেরও বিচার করতে হবে: ফারুক

আপলোড সময় : ০১-০৩-২০২৫ ০২:৫৩:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৩-২০২৫ ০২:৫৩:৩২ অপরাহ্ন
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, শুধুমাত্র জেলা প্রশাসক এবং পুলিশ সুপারদের নয়, গত তিন নির্বাচনে ভোট কারচুপির সঙ্গে জড়িত উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও)ও বিচারের আওতায় আনা উচিত।

শনিবার (১ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, "আবারও দেশবিরোধী চক্রান্ত শুরু হয়েছে। এই চক্রান্তকে রুখতে দ্রুততম সময়ে জাতীয় নির্বাচন প্রয়োজন। নির্বাচনের মাধ্যমেই সকল সমস্যার সমাধান হবে।"

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি প্রসঙ্গে তিনি বলেন, "নতুন দলকে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অভিনন্দন।" এ সময় তিনি নতুন দলটিকে গণতন্ত্রের স্বপক্ষে থাকার আহ্বানও জানান।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv