রোজায় মেট্রোরেলে ২৫০ মিলি পানি নেয়া যাবে

আপলোড সময় : ০১-০৩-২০২৫ ০৫:১০:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৩-২০২৫ ০৫:১০:২৯ অপরাহ্ন
চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল রোববার থেকে দেশে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। এ উপলক্ষ্যে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ইফতারের জন্য মেট্রোরেল স্টেশন ও ট্রেনে ২৫০ মিলিলিটার পানি বহনের অনুমতি দিয়েছে।

গত ২৭ ফেব্রুয়ারি ডিএমটিসিএল এর এমআরটি লাইন-৬ এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উলাহ শরিফীর স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে রমজান মাসে মেট্রোরেলের চলাচল সংক্রান্ত এই নতুন নিয়ম ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোজার সময় মেট্রোট্রেন ও স্টেশন এলাকায় যাত্রীদের জন্য শুধুমাত্র ২৫০ মিলিলিটার পরিমাণ পানি বহন করা যাবে। তবে, পানি যাতে পড়ে না যায় সেজন্য সতর্ক থাকতে হবে। ব্যবহৃত পানির বোতল অবশ্যই প্ল্যাটফর্ম, কনকোর্স বা প্রবেশ ও বাহির হওয়ার গেটের ডাস্টবিনে ফেলতে হবে।

মেট্রোরেল ও স্টেশন এলাকায় কোনো ধরনের খাবার গ্রহণ করার অনুমতি নেই। এই বিধি মেনে চলতে সকল যাত্রীকে সতর্ক করা হয়েছে।

রমজান মাসে মেট্রোরেল চলাচলের সময়সূচিতে কিছু পরিবর্তন হবে না। শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিন এবং শুক্রবারের সময়সূচি অপরিবর্তিত থাকবে। অন্যান্য দিনে উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল ৭টা ১০ মিনিটে ছাড়বে এবং সর্বশেষ ট্রেন রাত ৯টায় ছেড়ে যাবে। মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল সাড়ে ৭টায় এবং সর্বশেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে ছাড়বে।

ডিএমটিসিএল জানিয়েছে, এই সময়সূচি রমজান মাসের শুরু থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত প্রযোজ্য থাকবে।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv