জেলে নারী বন্দিরা কিভাবে অন্তঃসত্ত্বা হচ্ছেন, অনুসন্ধানে শুভশ্রী

আপলোড সময় : ০২-০৩-২০২৫ ১০:৪৪:৪৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-০৩-২০২৫ ১০:৪৪:৪৬ পূর্বাহ্ন
চ্যালেঞ্জিং চরিত্রে নতুন সিরিজে হাজির হচ্ছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। কয়েক বছর ধরে ছক ভেঙে নিজেকে ভার্সেটাইল অভিনেত্রী হিসেবে উপস্থাপন করছেন তিনি। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

মহিলা কারাগারে বন্দিরা কীভাবে অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন, যেখানে কোনও পুরুষের প্রবেশ নিষিদ্ধ? সেই রহস্য উদঘাটন করতে সাংবাদিকের চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে। সিরিজের নাম ‘অনুসন্ধান’। পরিচালনায় থাকছেন অদিতি রায়।

পরিচালক সৃজিত মুখার্জি আগেই জানিয়েছেন, তিনি আর ফেলুদা পরিচালনা করবেন না। সেই জায়গায় ‘রয়েল বেঙ্গল রহস্য’ নিয়ে ফিরছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। ফেলুদার চরিত্রে থাকছেন টোটা রায়চৌধুরী।

সদ্য ৩০ বছরে পা রাখা প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘গল্পের পার্বণ ১৪৩২’-এ একগুচ্ছ নতুন বাংলা কনটেন্টের ঘোষণা দিয়েছে। তাদেরই একটি ‘অনুসন্ধান’।

এছাড়া থাইল্যান্ডের প্রেক্ষাপটে ‘নাগমণির রহস্য’ কাহন দেখা যাবে সায়ন্তন ঘোষালের পরিচালনায়। মুখ্য ভূমিকায় থাকছেন সোহিনী সরকার।

‘তোমাকেই চাই’ সিরিজে অভিনয় করছেন সুহত্র মুখোপাধ্যায়, মানালি মণীষা দে এবং সৃজলা গুহ। পরিচালনায় অরিজিৎ তোতন চক্রবর্তী। নির্ঝর মিত্রের ‘ডাইনি’-তে দেখা যাবে মিমি চক্রবর্তীকে।

পরমব্রত অনির্বাণ ভট্টাচার্য ও পার্ণো মিত্রকে নিয়ে আসছেন ভৌতিক সিরিজ ‘ভোগ’। শুক্রবার পোস্টার প্রকাশের পর থেকেই দর্শক-অনুরাগীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।

সন্দীপ্তা সেনকে নিয়ে ‘বীরাঙ্গনা’ বানাচ্ছেন নির্ঝর মিত্র। পুরুষতান্ত্রিক পুলিশ ফোর্সে এক গৃহবধূ হত্যার মামলা নিয়ে মহিলা সাব-ইন্সপেক্টরের লড়াই দেখানো হবে সিরিজে।

কৌশিক হাফিজ ও অনির্বাণ ভট্টাচার্য যৌথভাবে নিয়ে আসছেন ‘ভূত তেরিকি’। হরর-কমেডি ঘরানার এই সিরিজে দেখা যাবে ঐশ্বর্য সেন, দ্বীপান্বিতা সরকার, আভেরি সিংহ রায় এবং দেবরাজ ভট্টাচার্যকে।

হইচই টিভি স্পেশাল তালিকায় থাকছে ঋতাভরী চক্রবর্তীর ‘শাখা প্রশাখা’। স্বামীর সম্পত্তির উত্তরাধিকার নিয়ে এক সিঙ্গল মায়ের লড়াই ফুটিয়ে তুলবেন ঋতাভরী। স্বস্তিকা দত্ত অভিনীত ‘আতঙ্ক’ ছাড়াও শ্রীরামকৃষ্ণের জীবনীভিত্তিক একটি সিরিজ আসছে এসভিএফ-হইচইয়ের ব্যানারে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv