নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেত্রী ফাল্গুনী গ্রেপ্তার

আপলোড সময় : ০২-০৩-২০২৫ ১১:১৪:২২ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-০৩-২০২৫ ১১:১৪:২২ পূর্বাহ্ন
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার সাবেক সহ-সভাপতি ফাল্গুনী দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ঢাকায় বইমেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (১ মার্চ) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ঢাকার শাহবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর।

চবি ছাত্র মজলিসের সভাপতি সাকিব মাহমুদ রূমী বলেন, “শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আমরা বইমেলা প্রাঙ্গণে ছিলাম। হঠাৎ ফাল্গুনী দাসকে উজান প্রকাশনীর স্টলের দিকে যেতে দেখি। নিশ্চিত হয়ে আমি শাহবাগ থানার ওসি খালিদ মনসুরকে কল দিলে তিনি এসে তাকে আটক করেন।”

রূমী আরও জানান, ফাল্গুনী দাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ শিক্ষার্থীদের বিরুদ্ধে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড উসকানিদাতা ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের নানা অপকর্ম-এর সঙ্গেও জড়িত ছিলেন।

শাহবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, “ফাল্গুনী দাসকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।”


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com