ভারত সফরে যাচ্ছেন বাংলাদেশের ১১ বিশেষজ্ঞ

আপলোড সময় : ০২-০৩-২০২৫ ১১:২৫:০২ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-০৩-২০২৫ ১১:২৭:১৪ পূর্বাহ্ন
ভারত ও বাংলাদেশের গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়ন সংক্রান্ত যৌথ কারিগরি বিশেষজ্ঞ কমিটির ৮৬তম বৈঠক এ যোগ দিতে বাংলাদেশের ১১ সদস্যের বিশেষজ্ঞ দল ভারত সফরে যাচ্ছে।

৩ মার্চ কলকাতায় পৌঁছানোর কথা রয়েছে বাংলাদেশের প্রতিনিধিদলের, যাদের নেতৃত্ব দিচ্ছেন জয়েন্ট রিভার কমিশনের (জেআরসি) সদস্য মুহাম্মদ আবুল হোসেন। তারা কলকাতায় পৌঁছে ফারাক্কা যৌথ পর্যবেক্ষণ স্থানে দুই দিন অবস্থান করবেন। এরপর, ৬-৭ মার্চ দুই দিনের বৈঠকে যোগ দিতে তারা কলকাতায় ফিরে আসবেন।

জেআরসির সিনিয়র যুগ্ম কমিশনার (এফএম) আর আর সাম্বারিয়া এর পাঠানো চিঠি অনুযায়ী, বৈঠকটি ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশন এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে।

আবুল হোসেন জানিয়েছেন, এই ধরনের আলোচনা প্রতি বছরে একবার অনুষ্ঠিত হয় এবং এটি তার ব্যতিক্রম নয়।

উল্লেখ্য, গঙ্গা নদী পানিবণ্টন চুক্তি ১৯৯৬ সালে দিল্লি-তে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তৎকালীন বেগম খালেদা জিয়া এর মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, যা এখন ৩০ বছর পুরনো।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv