অস্কারজয়ী অভিনেতা ও তার স্ত্রীর মৃত্যু নিয়ে নতুন রহস্য

আপলোড সময় : ০২-০৩-২০২৫ ০২:০০:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৩-২০২৫ ০২:০০:৫৮ অপরাহ্ন
অস্কারজয়ী মার্কিন অভিনেতা জিন হ্যাকম্যান এবং তার স্ত্রী বেটসি আরাকাওয়ার মৃত্যুর ঘটনায় নতুন রহস্য সৃষ্টি হয়েছে। ২৬ ফেব্রুয়ারি (বুধবার) নিউ মেক্সিকোর সান্তা ফে এলাকার তাদের বাড়ি থেকে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, কার্বন মনোক্সাইড বিষক্রিয়া তাদের মৃত্যুর কারণ হতে পারে, তবে পরীক্ষার পর এই ধারণা খারিজ হয়ে যায়।

এ বিষয়ে সান্তা ফের শেরিফ অ্যাডান মেনডোজা সংবাদ সম্মেলনে জানিয়ে বলেন, প্রাথমিক তদন্তের ভিত্তিতে ধারণা করা হচ্ছে যে, জিন হ্যাকম্যান সম্ভবত ১৭ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেছিলেন। তার পেসমেকার রেকর্ড বিশ্লেষণ করে এই ধারণা তৈরি হয়েছে। তবে বেটসি আরাকাওয়ার মৃত্যুর সঠিক সময় এখনও জানা যায়নি। পুলিশ যখন তাদের বাড়িতে যায়, তখন বেটসি আরাকাওয়ার দেহ দরজার কাছ এবং জিন হ্যাকম্যান এর দেহ অন্য একটি ঘরে পাওয়া যায়, তার পাশেই ছিল একটি রোদচশমা। এছাড়া, বাড়ির শৌচাগারে তাদের পোষ্য কুকুরের মরদেহও পাওয়া যায়।

অফিসিয়াল তদন্ত এখনও চলছে, তবে প্রশাসন জানিয়েছে, এটি হত্যাকাণ্ড নয়। কিছু বিশেষজ্ঞ মনে করছেন, দম্পতি আত্মহত্যা করতে পারেন, তবে এ বিষয়ে আরও তদন্ত প্রয়োজন।

জিন হ্যাকম্যান ছিলেন হলিউডের এক কিংবদন্তি অভিনেতা, যিনি ‘দ্য ফ্রেঞ্চ কানেকশন’ (১৯৭1) এবং ‘আনফরগিভেন’ (১৯৯২) সিনেমার জন্য দুইবার অস্কার জয় করেছিলেন। তার আকস্মিক মৃত্যুতে চলচ্চিত্রপ্রেমীরা শোকাহত।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv