১১ বছরের বড় অভিনেতাকে বিয়ে করলেন নায়িকা

আপলোড সময় : ০৩-১১-২০২৪ ১১:২৬:৪৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-১১-২০২৪ ১১:২৭:৫৬ পূর্বাহ্ন
বর্তমানে ভারতজুড়ে চলছে পূজা ও দীপাবলি উৎসবের আমেজ। এসবের মাঝেই সম্প্রতি মালয়ালম ইন্ডাস্ট্রির দুই তারকার বিয়ে সেই আমেজ যেন বাড়িয়ে দিল। এমন শুভ সময়ে ভিন্নধর্মী এক বিয়ের আয়োজনে রীতিমতো মন কেড়েছে নেটিজেনদের।
দীপাবলির আগের দিন, গত ৩০ অক্টোবর মন্দিরে বিয়ে করলেন ৪৯ বছর বয়সি অভিনেতা ক্রিস ভেনুগোপাল ও ৩৮ বছরের অভিনেত্রী দিব্যা শ্রীধর। দুজনেই মালয়ালম ইন্ডাস্ট্রির বেশ জনপ্রিয়। ছোট পর্দা থেকে বড় পর্দা, কারোরই পরিচিতি কম নয়।

অভিনয়ের পাশাপাশি ক্রিস অবশ্য একজন মোটিভেশনাল স্পিকারও। এই পরিচয়েই খ্যাতি বেশি তার। নিজের বিয়েতেও বড় কোনো পরিবর্তন আনেননি অভিনেতা। লম্বা সাদা দাড়ি আর লম্বা চুল, ঊর্ধাঙ্গ পোশাকবিহীন সাজেই বিয়ের পিঁড়িতে বসেন তিনি। অন্যদিকে, ঐতিহ্যবাহী পোশাক দক্ষিণী শাড়িতে কনে সেজেছিলেন দিব্যা।মূলত ধারাবাহিক নাটকে অভিনয় করতে গিয়ে ক্রিস-দিব্যার পরিচয়। তবে কর্মজীবন ছাড়াও ব্যক্তিগত কারণেও মাঝেমধ্যেই খবরের শিরোনাম হয়েছেন অভিনেত্রী। এটা ছিল দিব্যার দ্বিতীয় বিয়ে। অভিনেত্রীর সন্তানরাও অংশ নিয়েছিলেন মায়ের বিয়েতে।

এদিকে ভক্ত-অনুরাগীদের অভিনন্দনের পাশাপাশি কটাক্ষেরও মুখেও পড়ছেন দিব্যা। একে দ্বিতীয় বিয়ে, তারপর পাত্র তার চেয়ে ১১ বছরের বড়। সব মিলিয়ে দক্ষিণী ইন্ডাস্ট্রির একাংশের সমালোচনার শিকার হচ্ছেন তিনি।শুরুর দিকে ভালো বন্ধু ছিলেন ক্রিস ভেনুগোপাল-দিব্যা। অভিনেতার মোটিভেশনাল সভায় যোগ দিতেন দিব্যা। পরবর্তীকালে তাকে বিয়ের প্রস্তাব দেন ক্রিস। গুরুবায়ুর মন্দিরে ঘনিষ্ঠদের উপস্থিতিতে স্বল্প আয়োজনেই বিয়ে সারেন এই তারকা জুটি।

প্রসঙ্গত, প্রথম স্বামীর সঙ্গে দিব্যার দুই সন্তান। তাদের সম্মতি নিয়ে তবেই এই বিয়েতে রাজি হয়েছেন বলে জানান অভিনেত্রী। তার মতে, সন্তানরা এতদিনে বাবা পেয়েছে।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com