অস্কারে সেরা অভিনেতা আদ্রিয়েন, অভিনেত্রী মাইকি

আপলোড সময় : ০৩-০৩-২০২৫ ১০:৫৩:২৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-০৩-২০২৫ ১০:৫৩:২৫ পূর্বাহ্ন
এবারের ৯৭তম অস্কারের আসরে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন আদ্রিয়েন ব্রুডি। দ্য ব্রুটালিস্ট সিনেমায় দারুণ অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। অন্যদিকে অ্যানোরা সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মাইকি ম্যাডিসন।অ্যানোরার জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন শন বেকার। অ্যানোরা সেরা চলচ্চিত্রেরও পুরস্কার পেয়েছে।চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে বড় আকর্ষণ একাডেমি পুরস্কার তথা অস্কারের আয়োজন চলছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের হলিউডের ডলবি থিয়েটারে। অনুষ্ঠানটি বাংলাদেশ সময় সোমবার (৩ মার্চ) ভোর সাড়ে ৫টায় শুরু হয়েছে।আয়োজনের প্রথম পুরস্কারটি পেয়েছেন আমেরিকান অভিনেতা কিরান কালকিন। ‘আ রিয়েল পেইন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার স্বীকৃতি পেয়েছেন।


সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে পুরস্কার জিতেছেন আমেরিকান তারকা জো সালদানা। ‘এমিলিয়া পেরেজ’ চলচ্চিত্রে একজন আইনজীবীর চরিত্রে অনবদ্য অভিনয়ের সুবাদে এই স্বীকৃতি উঠেছে তার হাতে।এবারের অস্কার বিজয়ীদের তালিকা নিচে দেওয়া হলো:


সেরা চলচ্চিত্র: অ্যানোরা
সেরা পরিচালক: শন বেকার (অ্যানোরা)
সেরা অভিনেতা: আদ্রিয়েন ব্রুডি (দ্য ব্রুটানিস্ট)
সেরা অভিনেত্রী: মাইকি ম্যাডিসন (অ্যানোরা)
সেরা পার্শ্ব অভিনেতা: কিরান কালকিন (অ্যা রিয়েল পেইন)
সেরা পার্শ্ব অভিনেত্রী: জো সালদানা (এমিলিয়া পেরেজ)
সেরা মৌলিক চিত্রনাট্য: অ্যানোরা (শন বেকার)
সেরা অ্যাডাপ্ট চিত্রনাট্য: কনক্লেভ (পিটার স্ট্রগান)
সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: ফ্লো
সেরা প্রডাকশন ডিজাইন: উইকড
সেরা কসটিউম ডিজাইন: উইকড (পল ট্যাজওয়েল)
সেরা সিনোমাটোগ্রাফি: দ্য ব্রুটালিস্ট
সেরা ফিল্ম এডিটিং: অ্যানোরা (শন বেকার)
সেরা মেকআপ এবং হেয়ারস্টাইলিং: দ্য সাবস্ট্যান্স
সেরা সাউন্ড: ডিউন: পার্ট টু
সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: ডিউন: পার্ট টু
সেরা অরজিনাল স্কোর: দ্য ব্রুটালিস্ট
সেরা মৌলিক গান: এল মাল (এমিলিয়া পেরেজ)
সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম: নো আদার ল্যান্ড
সেরা ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম: আই অ্যাম স্টিল হেয়ার (ব্রাজিল)
সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম: ইন দ্য শ্যাডো অব সাইপ্রেস
সেরা ডকুমেন্টারি শর্ট ফিল্ম: দ্য অনলি গার্ল ইন দ্যা অর্কেস্ট্রা
সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম: আই অ্যাম নট এ রোবট


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv