‘তুমি যোগাযোগ না করলে আত্মহত্যা করব’

অস্ত্রের ছবিসহ ফেসবুকে ‘সুইটহার্ট’ লিখে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপলোড সময় : ০৩-০৩-২০২৫ ১২:৫১:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৩-২০২৫ ১২:৫১:৫৭ অপরাহ্ন
দিনাজপুরের বিরামপুরে ফেসবুকে ‘সুইটহার্ট’ লিখে অস্ত্রের ছবি পোস্ট করায় নাবিল হোসেন (২২) নামক এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাত ৯টার দিকে বিরামপুর পৌর শহরের বড়মাঠ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নাবিল হোসেন ইসলামপাড়া মহল্লার নজরুল ইসলামের ছেলে। তিনি বিরামপুর পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের ছাত্রলীগ শাখার সদস্য ছিলেন। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, নাবিলের বিরুদ্ধে ২৫ অক্টোবর একটি হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাকে আজ সোমবার দিনাজপুর আদালতে পাঠানো হবে।

ওসি মমতাজুল হক আরও জানান, নাবিল হোসেন তার গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হওয়ার পর ফেসবুকে অস্ত্রের ছবি পোস্ট করেন। ছবির নিচে ‘তুমি যদি যোগাযোগ না করো, তাহলে আমি আত্মহত্যা করব’ লেখা ছিল। ছবি পোস্টের সময় 'সুইটহার্ট' কথাটি লাল রঙে লিখা ছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে নাবিল তার ফেসবুক আইডি 'নাবিল (নাবু)' থেকে একটি রিভলবার ও ম্যাগাজিনের ছবি পোস্ট করেন। বিষয়টি জানার পর পুলিশ সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv