অস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন অ্যাড্রিয়েন ব্রডি

আপলোড সময় : ০৩-০৩-২০২৫ ০৪:১২:২০ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৩-২০২৫ ০৪:১২:২০ অপরাহ্ন
‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমার জন্য ৯৭তম অস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন আমেরিকান অভিনেতা অ্যাড্রিয়েন ব্রডি। ২২ বছর পর আবারও অস্কার মঞ্চে দেখা মিলল তার উচ্ছ্বাসের।

রোববার (২ মার্চ) লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হয় তারকাদের জমকালো আয়োজন। বাংলাদেশ সময় সোমবার (৩ মার্চ) ভোর ৫টায় শুরু হয় বিজয়ীদের নাম ঘোষণা।

২০০৩ সালে ‘দ্য পিয়ানিস্ট’ সিনেমার জন্য প্রথম অস্কার জেতেন ব্রডি। মাত্র ২৯ বছর বয়সে সর্বকনিষ্ঠ অভিনেতা হিসেবে সেরা অভিনেতার পুরস্কার জেতার রেকর্ড গড়েছিলেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, দীর্ঘ ২২ বছর পর দ্বিতীয়বার অস্কার জিতে আবেগাপ্লুত ব্রডি বলেন, “অভিনয় খুবই অনিশ্চিত একটি পেশা। আজ আপনি আলোয়, কাল হারিয়ে যেতে পারেন। তবে যদি দৃঢ় বিশ্বাস রাখেন আর স্বপ্নকে আঁকড়ে ধরেন, সফলতা আসবেই।”

‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এক ইহুদি স্থপতির জীবনসংগ্রাম নিয়ে তৈরি। সিনেমায় দেখা যায়, ইহুদি বিদ্বেষ, বর্ণবাদ, গণহত্যার মতো কঠিন বাস্তবতার মধ্যেও তার চরিত্রটি কখনো আশা হারায় না।

সিনেমাটি এবারের অস্কারে ১০টি বিভাগে মনোনয়ন পেয়েছে।

প্রসঙ্গত, ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমার জন্য এ বছর ব্রডি আরও তিনটি পুরস্কার জিতেছেন — গোল্ডেন গ্লোব, ক্রিটিকস চয়েস ও বাফটা।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv