নারী শিক্ষা প্রচারের অভিযোগে আফগান অধিকারকর্মীকে গ্রেফতার করছে তালেবান

আপলোড সময় : ০৪-০৩-২০২৫ ১১:০১:০২ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-০৩-২০২৫ ১১:০১:০২ পূর্বাহ্ন
আফগানিস্তানে নারীদের শিক্ষার অধিকার নিয়ে কাজ করা এক অধিকারকর্মীকে গ্রেফতার করেছে তালেবান বাহিনী। ২৪ ফেব্রুয়ারি, রাজধানী কাবুলের বাসা থেকে হাত বেঁধে, চোখে কালো কাপড় পরিয়ে ২৫ বছর বয়সী ওয়াজির খানকে তুলে নিয়ে যায় চার তালেবান কর্মকর্তা। ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ওয়াজির খানের ভাই আমির খান জালন্দ বলেন, “ওয়াজিরকে বুটখাক এলাকা থেকে ধরে নিয়ে যাওয়া হয়। পরে তাকে জেনারেল ডিরেক্টরেট অব ইন্টেলিজেন্স-এর একটি কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে বলে জানতে পারি। কিন্তু সাত দিন পেরিয়ে গেলেও এখনো তার কোনো খোঁজ নেই।”

ওয়াজির খান ২০২২ সাল থেকে ‘টুডে চাইল্ড’ নামে একটি অলাভজনক সংস্থা পরিচালনা করছিলেন, যার মূল লক্ষ্য ছিল আফগানিস্তানের গ্রামীণ অঞ্চলে ছেলে-মেয়ে নির্বিশেষে শিক্ষার প্রচার।

মানবাধিকার কর্মী সামান্থা লিনিং, যিনি ওয়াজিরের সঙ্গে দুই বছর ধরে কাজ করছেন, জানান, “ওয়াজির ১২ বছর বয়সের পরও মেয়েদের শিক্ষার পক্ষে কথা বলতেন। সামাজিক মাধ্যমে ‘আফগান মেয়েদের শিখতে দাও’ হ্যাশট্যাগ ব্যবহার করতেন। হয়তো এটিই তালেবানের নজরে আসে, তাই তাকে আটক করা হয়েছে।”

ওয়াজিরের পরিবারের আশঙ্কা, তালেবানের জিজ্ঞাসাবাদের মুখে তার নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv