কোহলিকে টপকে সেমির বিশেষ পুরস্কার জিতলেন আইয়ার

আপলোড সময় : ০৫-০৩-২০২৫ ০৪:৩৯:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৩-২০২৫ ০৪:৩৯:৩১ অপরাহ্ন

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমি ফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়েছে ভারত। যেখানে ব্যাট হাতে বড় অবদান রেখেছেন বিরাট কোহলি। খেলেছেন ৮৪ রানের ইনিংস। জিতেছেন ম্যাচ সেরার পুরস্কারও।




টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ম্যাচের সেরা একজন পারফর্মারকে পুরস্কার দেয় আইসিসি। তবে ভারতীয় দল আলাদাভাবে ফিল্ডিংয়ের জন্যও তাদের দলের একজনকে পুরস্কার দেয়। গতকালকের ম্যাচে সেটা পেয়েছেন শ্রেয়াস আইয়ার।

গতকালকের ম্যাচে আইয়ারের ফিল্ডিং দক্ষতা সবার নজর কেড়েছে। তিনি সরাসরি থ্রোয়ে বিপজ্জনক হয়ে ওঠা আলেক্স ক্যারিকে আউট করেন। যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। তাছাড়া বেন ডারউইসের ক্যাচও নিয়েছেন আইয়ার।




তবে এই পুরস্কারের জন্য নমিনেশন পেয়েছিলেন আইয়ার ছাড়াও আরো তিনজন। তারা হলেন শুবমান গিল, রবীন্দ্র জাদেজা এবং বিরাট কোহলি। শুধু ব্যাটিং নয়, ফিল্ডিংয়েও কোহলি কালকে দুর্দান্ত ছিলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ভালো ক্যাচও নিয়েছেন। তবু ম্যাচের সেরা ফিল্ডার হতে পারলেন না। তাকে টপকে সেই পুরস্কার জিতেছেন আইয়ার।

গতকাল এই পুরস্কার দিতে ভারতের ড্রেসিংরুমে এসেছিলেন রবি শাস্ত্রী। তার হাত থেকেই সেরা ফিল্ডারের পুরস্কার নিয়েছেন আইয়ার। এ সময় শাস্ত্রীর সঙ্গে ছিলেন দলটির ফিল্ডিং কোচ দিলীপ।




এ সময় শাস্ত্রী বলেন, 'চাপের ম্যাচ ছিল। সেখানেও তোমরা ভালো খেলেছো। প্রতিযোগিতায় এখনও পর্যন্ত তোমরাই সেরা দল। ব্যক্তিগত দক্ষতা তোমাদের হয়তো একটা নির্দিষ্ট উচ্চতায় নিয়ে যাবে। কিন্তু দলগত পারফরম্যান্স তোমাদের সবার উপরে যেতে সাহায্য করবে। আজ দুটো চ্যাম্পিয়ন দল খেলছিল। চাপের ম্যাচে দলগত ঐক্য দেখিয়ে তোমরা জয় ছিনিয়ে এনেছ।'


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv