বিদায় বলে দেওয়া স্মিথের ওয়ানডেতে যত রেকর্ড

আপলোড সময় : ০৫-০৩-২০২৫ ০৪:৫৬:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৩-২০২৫ ০৪:৫৬:৪৩ অপরাহ্ন
চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের চোটের কারণে টুর্নামেন্টে অজিদের নেতৃত্ব দিয়েছেন স্টিভ স্মিথ। দলের বিদায়ের পরপরই ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।

১৭০ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে তার রান সংখ্যা ঠিক ৫ হাজার ৮০০। একদিনের ক্রিকেট ক্যারিয়ারের শেষ ম্যাচে তার ব্যাটে এসেছে ৭৩ রান। সেটাও ঠাঁই করে নিয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটের ইতিহাসের পাতায়। চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে যেকোন অস্ট্রেলিয়ান অধিনায়কের ব্যাট থেকে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস এটি।

ওয়ানডেতে স্মিথ তিন অঙ্ক ছুঁয়েছেন ১২ বার, যা অস্ট্রেলিয়ার পক্ষে সেঞ্চুরির দিকে দিয়ে ষষ্ঠ সর্বোচ্চ। আর ৫ হাজার ৮০০ রান নিয়ে অজি ব্যাটারদের মধ্যে ১২ তম সর্বোচ্চ রান সংগ্রাহক। অস্ট্রেলিয়ার হয়ে ১২ সেঞ্চুরি করেছেন এমন ব্যাটারদের মধ্যে তার গড় ২য়। ওয়ানডেতে ক্যারিয়ারসেরা রান ১৬৪। যেটা অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ ইনিংসের তালিকায় শীর্ষ ১০-এ জায়গা করে নিয়েছে। 

তবে ওয়ানডেতে স্মিথ সবচেয়ে বেশি উজ্জ্বল ছিলেন ওয়ানডে বিশ্বকাপে। বিরাট কোহলির সঙ্গে যৌথভাবে বিশ্বকাপে টানা ৫ ফিফটির রেকর্ড আছে স্মিথের। বিশ্বকাপের নকআউট পর্বে একাধিকবার সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। এই তালিকায় তার সঙ্গী কেবল ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভ রিচার্ডস।


এছাড়া বিশ্বকাপের নকআউটে সবচেয়ে বেশি (৪ বার) পঞ্চাশ পেরোনো ইনিংস খেলেছেন স্টিভ স্মিথ। এই তালিকায় রেকর্ড ভাগ করেছেন শচীন টেন্ডুলকারের সঙ্গে।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com