দিনভর মদে ডুবে থাকতেন ববি দেওল, টাকা জোগাতেন স্ত্রী!

আপলোড সময় : ০৬-০৩-২০২৫ ১২:২৯:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৩-২০২৫ ১২:২৯:৫২ অপরাহ্ন
বলিউডে কখন কার ভাগ্য বদলে যায়, বলা মুশকিল। অভিনেতা ববি দেওলও সেই তালিকায় বড় উদাহরণ। একসময় যাকে নিয়ে সিনেমাপ্রেমীদের উন্মাদনা ছিল চরমে, তখনই তিনি রুপালি পর্দা থেকে হারিয়ে ডুব দেন অন্ধকার জগতে। 


ক্যারিয়ারে ভয়ানক খারাপ সময়ের মুখোমুখি হয়েছিলেন ববি। দিনভর মদে ডুবে থাকতেন। এমনও সময় এসেছিল, যখন সংসার চালাতে হতো তার স্ত্রী তানিয়া দেওলের উপার্জনে।

নিজের হতাশা ভুলতে নেশার দিকেও ঝুঁকেছিলেন অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে ববি দেওল খোলামেলা জানিয়েছেন তার সেই দুঃসময়ের কথা। 

কাজের অভাবে তিনি ইন্ডাস্ট্রির লোকেদের কাছে হাত বাড়াতে বাধ্য হয়েছিলেন। বিভিন্ন পরিচালকের দরজায় কড়া নেড়েছিলেন। কিন্তু কেউই সেভাবে পাশে দাঁড়াননি।


তবুও নিজেকে কখনো ছোট মনে করেননি ববি। বিশ্বাস করেছেন, খারাপ সময়ে নিজেকে ভাঙতে হয়, ঘুরে দাঁড়াতে হয়। নানা চড়াই-উতরাই, প্রতিকূলতা পেরিয়ে অবশেষে ‘আশ্রম’ সিরিজে কাজের সুযোগ পান অভিনেতা। সেখানে দুর্দান্ত অভিনয় করে নতুন করে দর্শকের মনে জায়গা করে নেন ববি। 

এরপর ‘অ্যানিম্যাল’-এ দুর্দান্ত অভিনয় করে ববি দেওল আবারও বলিউডে নিজের জায়গা পাকা করে নেন। বর্তমানে বেশ কিছু প্রজেক্টে কাজ করছেন এই অভিনেতা। আগামীতে নতুন কিছু সিনেমায় পুরোনো সেই ববি দেওলকেই দেখার অপেক্ষায় আছেন ভক্তরা। 


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com