ছাত্র আন্দোলনে হামলা পাপনের পিএসসহ দুইজন গ্রেপ্তার

আপলোড সময় : ০৩-১১-২০২৪ ০১:২১:১১ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১১-২০২৪ ০১:২১:১১ অপরাহ্ন
সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী, বিসিবির সভাপতি এবং কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের পিএসসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাদের বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে।শনিবার ধানমন্ডি এলাকা থেকে র‍্যাব-১৪ ও র‍্যাব-১ এর যৌথ অভিযানে ওই দুই জনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- পাপনের পিএস সাখাওয়াত মোল্লা (৫২) ও আ. হেকিম রায়হান (৫২)।

রোববার সকালে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস জানান, গত ১৯ জুলাই কিশোরগঞ্জের ভৈরব থানার লক্ষীপুর ও কমলপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিল বের হয়। এসময় দুষ্কৃতকারীরা আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা করে। এতে বেশ কিছু লোক আহত হয়।ডিএমপির অভিযানে গ্রেপ্তার ১২ডিএমপির অভিযানে গ্রেপ্তার ১২
এ ঘটনায় মামুন মিয়া (৩১), রুবেল মিয়া (৩২) ও আলম সরকার (৪২) বাদী হয়ে ভৈরব থানায় পৃথক তিনটি মামলা দায়ের করেন।

মামলা রুজু হওয়ার পরে আসামিরা গ্রেপ্তার এড়াতে পলাতক ছিলেন।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv