নির্বাচনের সময় ঘোষণা করলেন মিয়ানমারের জান্তা প্রধান

আপলোড সময় : ০৮-০৩-২০২৫ ০৪:৩৭:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৩-২০২৫ ০৪:৩৭:৪৩ অপরাহ্ন
মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লেইং ঘোষণা করেছেন, ২০২৩ সালের ডিসেম্বর অথবা ২০২৪ সালের জানুয়ারিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করার পর দেশটিতে প্রথম নির্বাচন হবে। 

তিনি আরও জানান, মিয়ানমারে এবারের নির্বাচন ‘‘অবাধ ও নিরপেক্ষ’’ হবে এবং নির্বাচনে অংশগ্রহণ করতে ৫৩টি রাজনৈতিক দল ইতোমধ্যেই তালিকা জমা দিয়েছে।

শুক্রবার বেলারুশ সফরের সময় মিন অং হ্লেইং বলেন, বেলারুশের নির্বাচন পর্যবেক্ষক দলগুলোকে মিয়ানমারে আসতে আমন্ত্রণ জানানো হয়েছে। ২০২০ সালের নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনে সেনাবাহিনী ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থান ঘটায় এবং অং সান সু চিকে ক্ষমতাচ্যুত করে গৃহবন্দি করা হয়। 

এরপর থেকে দেশে বিরোধীদের বিরুদ্ধে জান্তা সরকার ব্যাপক সহিংসতা চালাচ্ছে, যার ফলে বহু মানুষ নিহত ও আহত হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, জান্তার অধীনে যে কোনো বৈধ নির্বাচন সম্ভব নয় এবং এটি আরও সহিংসতার দিকে পরিচালিত করতে পারে। ২০২১ থেকে বর্তমানে পর্যন্ত ৬ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত ও ২৮ হাজারের বেশি মানুষ আটক হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৩৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং ১ কোটি ৯৯ লাখ মানুষকে মানবিক সহায়তার প্রয়োজন।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv