রাশমিকার সিনেমা দেখে গুপ্তধনের খোঁজে মাটি খুঁড়ল গ্রামবাসী

আপলোড সময় : ০৯-০৩-২০২৫ ০২:২৬:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৩-২০২৫ ০২:২৬:০৪ অপরাহ্ন
‘ছাভা’ সিনেমায় বলিউডের জনপ্রিয় অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে রাশমিকাকে দেখা গেছে একদম অন্যরকম এক চরিত্রে। ছত্রপতি শিবাজির স্ত্রীর চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন তিনি। তবে সিনেমাটি দেখে ঘটল অন্যরকম এক ঘটনা।

‘ছাভা’ দেখে গুপ্তধনের খোঁজে বেরিয়েছে ভারতের একদল গ্রামবাসী। রাতভর চলেছে মাটি খোঁড়াখুঁড়ি! ভারতের মধ্যপ্রদেশের একটি গ্রামে ঘটেছে এমন অদ্ভুত ঘটনা।


ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, হঠাৎ করেই রাতের অন্ধকারে টর্চ, শাবল হাতে নিয়ে বেরিয়ে পড়েন সেই গ্রামের বাসিন্দারা। বুরহানপুরের আসিরগড় নামের একটি জায়গায় খননকাজে মধ্যরাতেই বেরিয়ে পড়েন তারা।


তারা ধারণা করেন, মাটি খুঁড়ে মুঘল আমলের কিছু স্বর্ণমুদ্রা কিংবা গুপ্তধনের হদিশ মিললেও মিলতে পারে। অনেকে আবার দাবি করেছেন, ওই এলাকায় নাকি কেউ কেউ স্বর্ণমুদ্রাও দেখতে পেয়েছেন।


‘ছাভা’ ছবিতে বুরহানপুরের নাম নেয়া হয়েছে। দেখানো হয়েছে, এককালে মুঘলদের বাস এখানেই ছিল। আর সেখান থেকেই তাদের মনে হয়েছে- এখানেই লুকিয়ে রয়েছে মুঘলদের গুপ্তধন। আর এটি জানার পরই যন্ত্রপাতি নিয়ে মাঠে নেমে পড়েন গ্রামবাসীরা।

জানা গেছে, দুর্গের চারপাশেই একটানা চলেছে খননকার্য। এমনকি মেটাল ডিটেক্টর দিয়েও চারপাশ পরীক্ষা করে দেখা হয়েছে, সোনাদানা কোথাও লুকিয়ে রাখা রয়েছে কি না। আসিরগড়ের বাসিন্দাদের এহেন খোঁড়াখুড়িতে বেজায় বিরক্ত সেই অঞ্চলের জমির মালিকরা। বিষয়টি কানে যায় প্রশাসনেরও।
 


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv