ফিলিস্তিনের পতাকা হাতে লন্ডনের ‘বিগ বেন’ টাওয়ারে যুবক

আপলোড সময় : ০৯-০৩-২০২৫ ০৩:৩৯:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৩-২০২৫ ০৩:৩৯:৫৪ অপরাহ্ন
যুক্তরাজ্যের লন্ডনে ওয়েস্টমিনস্টার প্রাসাদের ঐতিহাসিক এলিজাবেথ টাওয়ার (বিগ বেন)-এ উঠে এক ব্যক্তি ফিলিস্তিনের পতাকা উড়িয়েছেন। ১৬ ঘণ্টার দীর্ঘ এই ঘটনাটি শনিবার ঘটে, যার পরপরই লন্ডন মেট্রোপলিটন পুলিশ তাকে গ্রেফতার করে।

শনিবার সকাল সাড়ে সাতটার দিকে পুলিশ প্রথম ওই ব্যক্তিকে দেখতে পায়। কালো পোশাক পরা ও খালি পায়ে থাকা ওই ব্যক্তি টাওয়ারের ওপরের দিকে উঠে যান এবং “ফ্রি প্যালেস্টাইন” স্লোগান দিতে থাকেন। স্কাই নিউজের তথ্য অনুযায়ী, তিনি ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেন। তবে তিনি বিগ বেনের পুরো চূড়া পর্যন্ত পৌঁছাতে পারেননি।

ঘটনার পরপরই ওয়েস্টমিনস্টার ব্রিজে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ব্রিটিশ পার্লামেন্ট ভবনের সব ভ্রমণ আয়োজনও স্থগিত করা হয়। পার্লামেন্ট স্কয়ারের নিচে অনেক মানুষ জড়ো হন, কেউ কেউ এই প্রতিবাদকে সমর্থন জানাতেন, আবার কেউ অবাক হয়ে দেখছিলেন।

দীর্ঘ ১৬ ঘণ্টার চেষ্টার পর ফায়ার ব্রিগেডের সহায়তায় ওই ব্যক্তিকে নিরাপদে নামানো হয়। পরে মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে জানায়, তাকে গ্রেফতার করা হয়েছে এবং ঘটনাস্থলের সব রাস্তা পুনরায় খুলে দেওয়া হয়েছে।

এই ঘটনা আবারও দেখায়, ফিলিস্তিন ইস্যু বিশ্বব্যাপী কতটা আবেগপ্রবণ এবং স্পর্শকাতর। অনেকে এটিকে নিরীহ মানুষের প্রতি সহানুভূতির প্রকাশ মনে করছেন, আবার কেউ আইন ভাঙার কারণে সমালোচনা করছেন।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv