আগামী ৮ বছর বিশ্বকে শাসন করতে তৈরি ভারত : কোহলি

আপলোড সময় : ১০-০৩-২০২৫ ১১:৫৭:৪৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-০৩-২০২৫ ১১:৫৭:৪৫ পূর্বাহ্ন
আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে ধারাবাহিকভাবে সাফল্য পাচ্ছে ভারত। গতকাল দুবাইয়ে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে এক যুগ পর এই শিরোপা পুনরুদ্ধার করেছে রোহিত শর্মার দল। এর আগে, ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছিল তারা। ফলে এক বছরেরও কম সময়ে দুটি বড় শিরোপা জয়ের অনন্য নজির গড়লো ভারত।

ভারতের এই সাফল্যে দলের অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি তরুণদেরও ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ব্যাট হাতে শুভমান গিল, হার্দিক পান্ডিয়া, লোকেশ রাহুলরা নিজেদের দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, প্রধান পেসার জসপ্রীত বুমরাহ না থাকলেও তরুণ বোলাররা তার অভাব অনুভব করতে দেননি।

ভারতের ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাসী দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার বিরাট কোহলি। ক্যারিয়ারের শেষপ্রান্তে এসে দলকে শক্ত অবস্থানে রেখে যেতে পারছেন বলে তিনি খুশি। কোহলি বলেন, "একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে আমরা চাই দলকে ভালো অবস্থানে রেখে যেতে। আমাদের দল যেভাবে গঠিত, তাতে আগামী ৮ থেকে ১০ বছর ক্রিকেট বিশ্বে আধিপত্য বিস্তারের জন্য আমরা প্রস্তুত।"

শিরোপা জয়ের পর অনুভূতি প্রকাশ করে কোহলি বলেন, "অস্ট্রেলিয়া সফরের কঠিন সময়ের পর আমরা ঘুরে দাঁড়ানোর জন্য মুখিয়ে ছিলাম। বড় টুর্নামেন্ট জেতার লক্ষ্য ছিল এবং শেষ পর্যন্ত আমরা সেটা করতে পেরেছি।"

ফাইনালে কঠিন প্রতিপক্ষ নিউজিল্যান্ডের প্রশংসা করে কোহলি আরও বলেন, "তারা দুর্দান্ত দল। আমরা জানতাম, তারা ম্যাচ জয়ের জন্য সবকিছু ঝুঁকি নিয়ে করবে। বড় মঞ্চে তারা বরাবরই পরিকল্পনা নিয়ে আসে এবং তা কার্যকর করতেও সক্ষম হয়।"

এত বড় সাফল্যের পেছনে দলের সকল সদস্যের অবদানকেই কৃতিত্ব দিয়েছেন কোহলি। তিনি বলেন, "এটা পুরো দলের জয়। কঠিন মুহূর্তে সবাই নিজেদের দায়িত্ব পালন করেছে। আমরা অনুশীলনে কঠোর পরিশ্রম করেছি, যা মাঠের খেলায় প্রতিফলিত হয়েছে।"


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv