রংপুরে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি

আপলোড সময় : ১০-০৩-২০২৫ ১২:১৩:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৩-২০২৫ ১২:১৩:৫৩ অপরাহ্ন
নারী ও শিশুদের প্রতি চলমান ধর্ষণ, নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে রংপুরের ছাত্র-জনতা রাস্তায় নেমেছে। রোববার (৯ মার্চ) সন্ধ্যায় টাউন হল চত্বর থেকে এক বিশাল মশাল মিছিল বের হয়, যেখানে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানানো হয়।

সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জাহাজ কোম্পানি মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলজুড়ে ছাত্র-জনতার কণ্ঠে ধ্বনিত হয় — "ধর্ষকের ফাঁসি চাই", "ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও", "স্বরাষ্ট্র উপদেষ্টা গদি ছাড়" — এমন জোরালো স্লোগান।

সমাবেশে বক্তারা বলেন, দেশে একের পর এক ধর্ষণের ঘটনায় বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে। ধর্ষকদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি কার্যকর না হওয়ায় নারীরা দিনেও নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এক শিক্ষার্থী, মোতাওয়াক্কীল বিল্লাহ বলেন, "যুগের পর যুগ ধর্ষকদের বিচার হয় না। গ্রেপ্তার হলেও তারা জামিন পায়, আইনের ফাঁক দিয়ে বেরিয়ে আসে। এর দায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে, আমরা তার পদত্যাগ চাই।"

আরেক শিক্ষার্থী শাহারিয়া সিদ্দিকী বলেন, "ধর্ষণের মামলা বছরের পর বছর চলতে থাকে। ভুক্তভোগীরা ন্যায়বিচার পাওয়ার আগেই ক্লান্ত হয়ে পড়ে। আর ধর্ষকরা সহজেই পার পেয়ে যায়। এজন্য আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে, প্রয়োজনে আইন সংশোধন করতে হবে।"

এর আগে বিকেলে কারমাইকেল কলেজ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আলাদা বিক্ষোভ ও সমাবেশ করেন। তারা শহরের বিভিন্ন এলাকায় মিছিল করে, পরে লালবাগ মোড়ে প্রতিবাদ সমাবেশে অংশ নেন।

প্রতিবাদকারীরা বলছেন, এই আন্দোলন থামবে না যতক্ষণ না ধর্ষকদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়। তাদের দাবি, নারীদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়তেই হবে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv