বনানীতে পুলিশকে আলটিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা

আপলোড সময় : ১০-০৩-২০২৫ ০২:০১:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৩-২০২৫ ০২:০১:৩৯ অপরাহ্ন
রাজধানীর বনানীতে গাড়ির ধাক্কায় নারী সহকর্মীর মৃত্যুর ঘটনায় বিক্ষোভের ৬ ঘণ্টা পর পুলিশকে আলটিমেটাম দিয়ে অবরোধ কর্মসূচি তুলে নিয়েছেন পোশাক শ্রমিকরা। এতে যান চলাচল শুরু হয়েছে।

সোমবার (১০ মার্চ) দুপুর দেড়টার দিকে পুলিশকে ৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা এবং ক্ষতিপূরণ দেওয়ার শর্তে তারা অবরোধ কর্মসূচি তুলে নেন।

এদিন সকালে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় গাড়ির ধাক্কায় মিনারা আক্তার নামে এক পোশাক শ্রমিক নিহত হন। এ সময় আহত হন সুমাইয়া আক্তার নামে আরেক পোশাক শ্রমিক। আহতকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পর প্রতিবাদে দুটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন। এতে বনানী, মহাখালী ও গুলশান এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়, এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে স্থবির হয়ে পড়ে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরকার গণমাধ্যমকে জানিয়েছেন, চেয়ারম্যান বাড়ি এলাকায় রাস্তা পারাপারের সময় দুর্ঘটনায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর থেকেই শ্রমিকরা সড়ক অবরোধ করেন।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv