অন্তর্বর্তী সরকার পৃথিবীর সবচেয়ে দুর্বল সরকার: ছাত্রদল সভাপতি

আপলোড সময় : ১০-০৩-২০২৫ ০২:৪০:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৩-২০২৫ ০২:৪০:২৫ অপরাহ্ন
অন্তর্বর্তীকালীন সরকারকে পৃথিবীর সবচেয়ে দুর্বল সরকার বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। 

সোমবার (১০ মার্চ) হাইকোর্টের সামনে ছাত্রদল আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। এই মানববন্ধনটি দেশের বিভিন্ন অঞ্চলে নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে অনুষ্ঠিত হয়।

রাকিব বলেন, “দেশে নারীদের প্রতি সহিংসতা, নিপীড়ন ও ধর্ষণ দিনদিন বাড়ছে। এসব ঘটনা নিয়ে অন্তর্বর্তী সরকার শুধু গতানুগতিক বক্তব্য দিচ্ছে। সরকারের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে সদিচ্ছার অভাব রয়েছে।”

তিনি আরও বলেন, "অন্তর্বর্তীকালীন সরকার পৃথিবীর সবচেয়ে দুর্বল সরকার। এই সরকার জনগণের সমর্থন পাওয়ার পরও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে পারেনি। বিচারহীনতার সংস্কৃতি দীর্ঘমেয়াদী হওয়ায় নারী নির্যাতন ও ধর্ষণ বেড়ে চলেছে।"

এছাড়া, রাকিব বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের অংশীজন ও গুপ্ত সংগঠনের সদস্যরা নারী নিপীড়কদের সমর্থন করছেন। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত।”


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv