যুক্তরাষ্ট্র ‘ইসরাইলের এজেন্ট’ নয়, ট্রাম্পের দূতের মন্তব্যে ক্ষুব্ধ তেল আবিব

আপলোড সময় : ১০-০৩-২০২৫ ০৪:০৩:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৩-২০২৫ ০৪:০৩:৫১ অপরাহ্ন
ট্রাম্প প্রশাসনের মার্কিন জিম্মি বিষয়ক দূত অ্যাডাম বোহেলারের সঙ্গে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস নেতা খলিল আল-হাইয়া সরাসরি আলোচনা করেছেন। এই আলোচনার বিষয়ে ইসরাইলের প্রতিক্রিয়ায় তিনি বলেন, যুক্তরাষ্ট্র "ইসরাইলের এজেন্ট" নয়। তবে, এই মন্তব্যে হতবাক হয়েছেন ঊর্ধ্বতন ইসরাইলি কর্মকর্তারা।

ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল অনুযায়ী, রোববার (৯ মার্চ) কাতারের রাজধানী দোহায় হামাস নেতা খলিল আল-হাইয়ার সঙ্গে বৈঠক করেন বোহেলার। এই বৈঠকে আমেরিকা-ইসরাইল দ্বৈত নাগরিক এক বন্দির মুক্তির বিষয়ে আলোচনা হয়। বোহেলার জানান, আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং কয়েক সপ্তাহের মধ্যে সব বন্দিকে মুক্ত করার ব্যাপারে তিনি আশাবাদী।

তবে বোহেলার জানাচ্ছেন, হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখে যুক্তরাষ্ট্র, তাই তাদের নেতাদের সঙ্গে সরাসরি আলোচনা করা তার জন্য ‘অস্বাভাবিক’ ছিল। তবে, ভবিষ্যতে হামাসের সঙ্গে আলোচনার সম্ভাবনা তিনি উড়িয়ে দেননি।

এদিকে, ইসরাইলি সংবাদমাধ্যমের দাবি, যুক্তরাষ্ট্র ও হামাসের আলোচনা ব্যর্থ হয়েছে। তবে এ বিষয়ে ওয়াশিংটন বা হামাস পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

ইসরাইল, কাতার এবং মিশরের অনুরোধে গাজার যুদ্ধবিরতি আলোচনা এগিয়ে নিতে সোমবার একটি প্রতিনিধিদল পাঠানোর পরিকল্পনা করেছে। অন্যদিকে, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফের কাতার সফরের কথা রয়েছে।

এই আলোচনা শুরু হওয়ার আগেই, ইসরাইল গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে এবং সব ধরনের ত্রাণ সরবরাহও আটকে দিয়েছে, যা হামাসের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা বলে মনে করা হচ্ছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv