
নারী নির্যাতন, ইভ টিজিং, যৌন হয়রানি বা সাইবার অপরাধের শিকার হলে দ্রুত ব্যবস্থা নিতে হটলাইন সেবা চালু করেছে পুলিশ হেডকোয়ার্টার্স।
সোমবার (১০ মার্চ) পুলিশের মুখপাত্র এআইজি ইনামুল হক সাগর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হটলাইন নম্বরসমূহ হলো- ০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২, ০১৩২০০০২২২২। নম্বরগুলো দিবারাত্রি ২৪ ঘন্টা চালু থাকবে।
নারীরা সাইবার অপরাধের শিকার হলে "Police Cyber Support for Women" ফেসবুক পেজেও সাহায্য চাইতে পারবেন।
এর আগের দিন, আইন উপদেষ্টা আসিফ নজরুল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে হটলাইন চালুর বিষয়টি নিশ্চিত করেন।
এই উদ্যোগের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে নারীরা আরও সহজে আইনি সুরক্ষা ও সহায়তা পাবেন।
সোমবার (১০ মার্চ) পুলিশের মুখপাত্র এআইজি ইনামুল হক সাগর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হটলাইন নম্বরসমূহ হলো- ০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২, ০১৩২০০০২২২২। নম্বরগুলো দিবারাত্রি ২৪ ঘন্টা চালু থাকবে।
নারীরা সাইবার অপরাধের শিকার হলে "Police Cyber Support for Women" ফেসবুক পেজেও সাহায্য চাইতে পারবেন।
এর আগের দিন, আইন উপদেষ্টা আসিফ নজরুল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে হটলাইন চালুর বিষয়টি নিশ্চিত করেন।
এই উদ্যোগের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে নারীরা আরও সহজে আইনি সুরক্ষা ও সহায়তা পাবেন।