সিরিয়ার দেরা প্রদেশের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা ইসরাইলের

আপলোড সময় : ১১-০৩-২০২৫ ১২:০৭:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৩-২০২৫ ১২:০৭:৫২ অপরাহ্ন
সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দেরা প্রদেশে ইসরাইলি বাহিনী সোমবার (১০ মার্চ) রাতের আঁধারে হামলা চালিয়েছে। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের সামরিক অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানো হয়, জানিয়েছে আল জাজিরা।

সিরিয়ার রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা সানা জানায়, দামেস্ক থেকে ১০৩ কিলোমিটার দক্ষিণে জাবাব এবং ইজরা শহরের আশেপাশের এলাকায় বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে।

যুক্তরাজ্য-ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইসরাইলি যুদ্ধবিমান শহরের দুই সামরিক অবস্থানে প্রায় ১৭টি হামলা চালিয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১৪ জানিয়েছে, সিরিয়ান সেনাবাহিনীর ফাঁড়ি, অস্ত্রের ডিপো, রাডার, ট্যাঙ্ক এবং কামান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। বিদ্রোহী গোষ্ঠীগুলো সম্প্রতি এগুলো দখলের চেষ্টা করছিল বলেও সংবাদমাধ্যমটি দাবি করেছে।

ডিসেম্বর ২০২৪-এ আসাদ সরকারের পতনের পর থেকে ইসরাইল সিরিয়ায় হামলা জোরদার করেছে। সিরিয়ান অবজারভেটরি অনুসারে, ৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে ৫০০ টিরও বেশি বিমান হামলা চালানো হয়। ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত ২১টি হামলা নথিভুক্ত হয়েছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv