জাতীয়তাবাদীর রাজনীতি ধারণ করতে পারলে দেশ রক্ষা পাবে : দুদু

আপলোড সময় : ১১-০৩-২০২৫ ০৩:০৩:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৩-২০২৫ ০৩:০৩:০৫ অপরাহ্ন
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, “জাতীয়তাবাদী রাজনীতি এবং জিয়াউর রহমানের রাজনৈতিক ধারণা গ্রহণ করতে পারলে বাংলাদেশকে রক্ষা করা সম্ভব এবং দেশের স্বাধীনতা নিশ্চিত করা যাবে।” তিনি বলেন, এই রাজনীতি ধারণ করতে হলে আমাদের ঐতিহাসিক নেতাদের স্মরণ রাখতে হবে, যারা এই রাজনীতির প্রবক্তা ছিলেন।

মঙ্গলবার (১১ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মশিউর রহমান যাদু মিয়ার ৪৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু আরও বলেন, “যাদু ভাইকে অবহেলা করা মানে গণতান্ত্রিক আন্দোলনকে অবহেলা করা, গণতান্ত্রিক রাজনীতি ও স্বাধীনতাকে অবহেলা করা।” তিনি মশিউর রহমান যাদু মিয়াকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানুষের অধিকার নিয়ে আজীবন কাজ করা একজন বর্ণাঢ্য ব্যক্তিত্ব হিসেবে স্মরণ করেন। তিনি বলেন, “যাদু ভাইয়ের মতো বক্তা শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়াতে খুব কমই পাওয়া যায়। তিনি বিএনপির প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।”

শামসুজ্জামান দুদু আরও বলেন, “যাদু ভাই বেঁচে থাকলে দেশের রাজনীতিতে নতুন ইতিহাস তৈরি হতো। তিনি যে পথ অলংকৃত করেছেন, তা দেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলত।”

সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু বলেন, “যাদু মিয়া না থাকলেও তিনি যা দিয়েছেন, তা শহীদ জিয়াউর রহমানের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে সহায়ক হয়েছে। তাদের রাজনীতি ধারণ করতে পারলে আমরা ফ্যাসিবাদ উৎখাত করতে এবং বিদেশি শক্তির আগ্রাসন থেকে দেশকে রক্ষা করতে পারব।”

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুস সালাম, মশিউর রহমান যাদু মিয়ার মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির সভাপতি জিয়াউল হক মিনু, সাধারণ সম্পাদক ন্যান্সি রহমানসহ প্রমুখ।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv