বিটিভিকে যুগোপযোগী ও জনপ্রিয় করতে হবে : তথ্য উপদেষ্টা

আপলোড সময় : ১১-০৩-২০২৫ ০৫:০৮:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৩-২০২৫ ০৫:০৮:৪০ অপরাহ্ন
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) কে যুগোপযোগী এবং জনপ্রিয় করতে হবে। মঙ্গলবার (১১ মার্চ) বিটিভির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।

তিনি বিটিভির অনুষ্ঠানগুলোর মানোন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে বলেন, বিটিভিকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিণত করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এছাড়া, বিটিভির অনুষ্ঠানগুলিকে তরুণ প্রজন্মের কাছে আকর্ষণীয় করে তুলতে হবে।

ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠান সংরক্ষণেরও তাগিদ দিয়ে উপদেষ্টা বলেন, বিটিভির পুরোনো অনুষ্ঠান ও সংবাদগুলো ডিজিটাল ক্যাটালগ আকারে সংরক্ষণ করা উচিত, যাতে দর্শকরা সহজেই যেকোনো সময় অতীতের অনুষ্ঠান দেখতে পারেন।

মাহফুজ আলম বিটিভির উন্নয়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে সুনির্দিষ্ট প্রস্তাবও চেয়েছেন এবং সরকারের পক্ষ থেকে বিটিভির সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

মতবিনিময় সভায় বিটিভির মহাপরিচালক মো. মাহবুবুল আলম, উপমহাপরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ রোকন উদ্দিন, উপমহাপরিচালক (বার্তা) ড. সৈয়দা তাসমিনা আহমেদসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভার পর তিনি বিটিভির ক্ষতিগ্রস্ত ভবন, অডিটোরিয়াম, আর্কাইভ ও স্টুডিওগুলো পরিদর্শন করেন।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv