
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় প্রসবকালে অসুস্থ হয়ে একটি বন্য হাতি ও তার শাবক মারা গেছে। মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে কাইথাক পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। বন বিভাগ জানায়, গত কয়েক সপ্তাহ ধরে বন্য হাতি দল রাজস্থলী উপজেলার বিভিন্ন এলাকায় এসে অবস্থান করছিল, এবং ধারণা করা হচ্ছে, দুই দিন আগে কাইথাক পাড়া এলাকায় প্রসবকালে মা হাতিটি অসুস্থ হয়ে পড়ে এবং শাবকসহ মারা যায়।
স্থানীয়রা জানান, মা হাতিটি প্রসবের সময় যন্ত্রণায় কাতর হয়ে পড়ে, পরে শাবকসহ মৃত্যুবরণ করে। রাজস্থলী উপজেলা প্রাণীসম্পদ বিভাগের সহকারী চিকিৎসক চিরজিৎ চাকমা জানান, মা হাতিটির বয়স ২১ বছর হতে পারে।
কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাজভিলা রেঞ্জ কর্মকর্তা ফারজ আল আমিন বলেন, ময়নাতদন্ত শেষে মা হাতি ও শাবকটি মাটিচাপা দেয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় বন বিভাগ একটি সাধারণ ডায়রি করার প্রস্তুতি নিচ্ছে।
স্থানীয়রা জানান, মা হাতিটি প্রসবের সময় যন্ত্রণায় কাতর হয়ে পড়ে, পরে শাবকসহ মৃত্যুবরণ করে। রাজস্থলী উপজেলা প্রাণীসম্পদ বিভাগের সহকারী চিকিৎসক চিরজিৎ চাকমা জানান, মা হাতিটির বয়স ২১ বছর হতে পারে।
কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাজভিলা রেঞ্জ কর্মকর্তা ফারজ আল আমিন বলেন, ময়নাতদন্ত শেষে মা হাতি ও শাবকটি মাটিচাপা দেয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় বন বিভাগ একটি সাধারণ ডায়রি করার প্রস্তুতি নিচ্ছে।