পাকিস্তানে বোমা ফাটিয়ে ও গুলি চালিয়ে ট্রেনের নিয়ন্ত্রণ নিল সশস্ত্র গোষ্ঠী

আপলোড সময় : ১১-০৩-২০২৫ ০৬:৩৭:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৩-২০২৫ ০৬:৩৭:০৭ অপরাহ্ন
পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলের বোলান এলাকায় আজ মঙ্গলবার একটি যাত্রীবাহী ট্রেনে সশস্ত্র গোষ্ঠী হামলা চালিয়ে সেটির নিয়ন্ত্রণ নিয়েছে। 

হামলার ঘটনা ঘটেছে কোয়েটা থেকে রাওয়ালপিন্ডিগামী জাফর এক্সপ্রেস ট্রেনে। হামলার দায় স্বীকার করেছে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ), যারা জানিয়েছে, হামলার আগে তারা ট্রেনটির রেললাইনে বোমা পুঁতে দেয়।

বিএলএ এক বিবৃতিতে জানায়, হামলার পর তারা ট্রেনটির পুরো নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। স্থানীয় পুলিশের সূত্রে জানা গেছে, হামলায় ট্রেনের চালকসহ তিনজন আহত হয়েছেন এবং ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাঠানো হয়েছে। বেলুচিস্তান সরকারের একজন মুখপাত্র সংবাদমাধ্যম ডনকে জানিয়েছেন, হামলার সময় ট্রেনে ব্যাপক গুলি চালানো হয়।

হামলাকারী গোষ্ঠী বিএলএ আরও জানিয়েছে, তারা নিরাপত্তা বাহিনীর সদস্যসহ ট্রেনের যাত্রীদের জিম্মি করেছে এবং কোন উদ্ধার প্রচেষ্টা নেয়া হলে ‘ভয়াবহ পরিণতি’ ঘটবে বলে হুঁশিয়ারি দিয়েছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নওয়াজ এই হামলার নিন্দা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv