কোরীয় গায়কের মরদেহ উদ্ধার

আপলোড সময় : ১১-০৩-২০২৫ ০৬:৩৯:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৩-২০২৫ ০৬:৩৯:৪০ অপরাহ্ন
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় আরঅ্যান্ডবি গায়ক হিসাং (৪৩) মারা গেছেন। গত সোমবার সন্ধ্যায় সিউলের নিজ বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। বার্তা সংস্থা ইয়োনহ্যাপের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হিসাংয়ের এজেন্সি টাজয় এন্টারটেইনমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, গায়ক হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন এবং পরে তাঁকে মৃত ঘোষণা করা হয়। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।

পুলিশ জানায়, এখন পর্যন্ত হত্যার কোনো আলামত মেলেনি। তবে তাঁরা বিষয়টি তদন্ত করে দেখছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হিসাংয়ের মা তাঁকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে জরুরি নম্বরে ফোন করেন। পরে উদ্ধারকর্মীরা এসে জানান, তিনি আগেই মারা গেছেন।

ইয়োনহ্যাপের প্রতিবেদনে বলা হয়, হিসাংয়ের মা একই ভবনের অন্য একটি অ্যাপার্টমেন্টে থাকতেন। রোববার হিসাংয়ের ম্যানেজারের সঙ্গে দেখা করার কথা ছিল, কিন্তু যোগাযোগ না পেয়ে ম্যানেজার তাঁর মাকে জানান। এরপর মা গিয়ে ছেলেকে নিথর অবস্থায় দেখতে পান।

হিসাং ২০০২ সালে ‘লাইক আ মুভি’ অ্যালবাম দিয়ে সংগীতজগতে পা রাখেন। ‘ইনসোমনিয়া’ ও ‘হার্টশো স্টোরি’ গানের জন্য তিনি সবচেয়ে বেশি পরিচিত ছিলেন।

তাঁর আকস্মিক মৃত্যুতে দক্ষিণ কোরিয়ার সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর ভক্তরা সামাজিক মাধ্যমে শোকবার্তা প্রকাশ করছেন।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv