সহকারীর মরদেহ উঠানো নিয়ে যা বললেন তানজিন তিশা

আপলোড সময় : ১২-০৩-২০২৫ ০২:১৫:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৩-২০২৫ ০২:১৫:২৩ অপরাহ্ন
মুন্সীগঞ্জের শ্রীনগরে ৭ মাস পর কবর থেকে তোলা হয়েছে অভিনেত্রী তানজিন তিশার সহকারী ও জুলাই অভ্যুত্থানে শহীদ আলামিনের মরদেহ। এ ঘটনার পর ফেসবুকে আক্ষেপ করে পোস্ট দিয়েছেন তিশা।

সোমবার (১০ মার্চ) দুপুরে শ্রীনগর উপজেলার বালাসুর কাশেম নগর কবরস্থান থেকে আলামিনের মরদেহটি উত্তোলন করা হয়।


শ্রীনগর উপজেলার বালাসুর এলাকার দিনমজুর আইউব খলিফার ছেলে আলামিন গত ১৯ জুলাই ঢাকার উত্তরায় আন্দোলনে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে প্রাণ হারান। তাকে উত্তরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলামিন ছিলেন তানজিন তিশার সহকারী। তবে তিশা বরাবরই তাকে ভাই বলে সম্বোধন করেছেন। একটু হতাশ হয়েই তিশা সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়েছেন।
 


তিশা লিখেছেন, আলামিন, শুধুমাত্র সহকারী নয়, সে আমার ভাই। যে আমার সাথে পাঁচটি বছর ছিল। যে ছিল নিষ্পাপ একটি ছেলে এবং সে জুলাই ও আগস্ট এর আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়।

তিনি আরও লেখেন, ‘সাত মাস পর আলামিনের মরদেহ কবর থেকে ওঠানোর মতো নির্মম বিষয়টি আমি মোটেও সমর্থন করছি না। এই কর্মের মাধ্যমে কি লাভ হবে?’


সবশেষে তিশা বললেন, ‘শুধুমাত্র ওর আত্মাটা কষ্ট পাচ্ছে। পুরো বিষয়টা আমি জানার পর বিষয়টি আমার কাছে মেনে নেয়া অনেক কষ্টদায়ক। এর পেছনে যে বা যারা জড়িত তারা কোন উদ্দেশ্যে এই কাজটি করেছে আমি চিন্তা করে খুবই হতবাক বিষয়টি নিয়ে। ভাইয়া তুই ভালো থাকিস।’


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv