গণপরিষদ নয়, জাতীয় নির্বাচনই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা: ফারুক

আপলোড সময় : ১২-০৩-২০২৫ ০২:২০:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৩-২০২৫ ০২:২০:৩০ অপরাহ্ন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ইচ্ছাকৃতভাবে গোলমাল সৃষ্টি করে জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আজ বুধবার (১২ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে আয়োজিত নাগরিক অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন তিনি।

ফারুক বলেন, "দেশের মানুষ গণপরিষদ নয়, নিরপেক্ষ জাতীয় নির্বাচন চায়। ভোটের ব্যবস্থা করতে প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব নিয়েছেন, এখন সময় এসেছে সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার।"

তিনি আরও বলেন, "আওয়ামী প্রেতাত্মারা এখনো সরকারের আশপাশে ঘুরছে। যারা প্রহসনের নির্বাচন করেছে, তাদের আইনের আওতায় আনা হয়নি। শেখ পরিবারের কাউকে গ্রেপ্তার করা হয়নি।"

ফারুকের মতে, ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করে জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠাই দেশের গণতন্ত্রের একমাত্র পথ। তিনি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি পুনর্ব্যক্ত করে বলেন, "দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে এখনই সুষ্ঠু নির্বাচন প্রয়োজন।"

এনসিপির নৈরাজ্য সৃষ্টির অভিযোগ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি দলটির নেতারা। তবে রাজনৈতিক অঙ্গনে এই বক্তব্য নিয়ে তুমুল আলোচনার সৃষ্টি হয়েছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv