সৌদির বৈঠকে ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলো ইউক্রেন

আপলোড সময় : ১২-০৩-২০২৫ ০২:৩০:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৩-২০২৫ ০২:৩০:৩৩ অপরাহ্ন
সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইউক্রেন বৈঠকে ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানিয়েছে ইউক্রেন। মঙ্গলবার (১১ মার্চ) বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। আল-জাজিরা, বিবিসি, ও রয়টার্স-সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বুধবার এ খবর প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী তাৎক্ষণিক যুদ্ধবিরতি কার্যকর করতে প্রস্তুত ইউক্রেন। উভয় পক্ষের সম্মতিতে যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানো যেতে পারে, তবে তা রাশিয়ার সম্মতির ওপর নির্ভর করবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, "এই যুদ্ধবিরতি আকাশ, সমুদ্র, ও স্থল—সবক্ষেত্রেই প্রযোজ্য হবে।"

এর পাশাপাশি ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে নিরাপত্তা সহযোগিতা ও গোয়েন্দা তথ্য ভাগাভাগির বিষয়েও নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খনিজ চুক্তি দ্রুত সম্পন্ন করে অর্থনৈতিক সমৃদ্ধি ও দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেও একমত হয়েছে দুই দেশ।

এই সমঝোতা এমন সময়ে হলো, যখন ইউক্রেন সম্প্রতি মস্কোতে ইতিহাসের সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে চলা যুদ্ধে রাশিয়া বর্তমানে ইউক্রেনের ২০ শতাংশ ভূখণ্ড দখল করে রেখেছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv