শাপলা চত্ত্বরে গণহত্যা: হাসিনা-ইমরান এইচ সরকারসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপলোড সময় : ১২-০৩-২০২৫ ০২:৪৬:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৩-২০২৫ ০২:৪৬:৩১ অপরাহ্ন
২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার (১২ মার্চ) এ আদেশ দেন আদালত।

শেখ হাসিনা ছাড়াও পরোয়াভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, গনজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, বেনজির আহমদ এবং অন্যান্যরা।

এছাড়া, শামসুল হক টুকু, শহিদুল হক, জিয়াউল আহসান, মোল্লা নজরুল ইসলাম—এরা অন্য মামলায় কারাগারে থাকায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে, হেফাজতে ইসলাম ২৭ নভেম্বর শাপলা চত্তরের ঘটনায় শেখ হাসিনাসহ ৫০ জনকে আসামি করে অভিযোগ দাখিল করে। অভিযোগে বলা হয়, ১৩ দফা দাবিতে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলাম শাপলা চত্বরে অবস্থান নেয় এবং আসামিরা পরস্পর যোগসাজশে বিদ্যুৎ লাইন বন্ধ করে দেয়। এরপর রাত ১১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গণহত্যা চালায়।

এছাড়া, নিহত ব্যক্তিদের পরিবার থানায় মামলা করতে গেলেও তাদের মামলা নেয়া হয়নি, এবং লাশ গুম করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

 


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv