একসঙ্গে চার মেয়ের জন্ম দিলেন ফারজানা

আপলোড সময় : ০৪-১১-২০২৪ ০৯:৪০:১১ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-১১-২০২৪ ০৯:৪০:১১ পূর্বাহ্ন
ঢাকার উপকণ্ঠ সাভারের একটি হাসপাতালে একসঙ্গে চার মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন ফারজানা বেগম।সোমবার (৪ নভেম্বর) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালটির ডিউটি ম্যানেজার ইউসুফ আলী।এর আগে শনিবার ভোর ৪টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ওই চার শিশুর জন্ম হয়। একসঙ্গে চার সন্তান জন্ম দেয়া ওই নারী নরসিংদী জেলার মনোহরদী থানার কাঁচিকাটা এলাকার মঞ্জু মিয়ার স্ত্রী।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ১ নভেম্বর রাত ১১টার দিকে ওই নারীকে হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে তার সহযোগী অধ্যাপক ডা. অনুরাধা কর্মকারের তত্বাবধানে চিকিৎসা শুরু হয়। অবস্থা বুঝে শনিবার ভোর ৪টার দিকে অপারেশন (সিজার) করা হয়। এ সময় তিনি ৪ কন্যা শিশু জন্ম দেন।তবে তাদের পরিবারের কেউ এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

ডা. অনুরাধা কর্মকার বলেন, ‘সদ্য জন্ম নেয়া চার শিশুই সুস্থ রয়েছে। চার জনই কন্যা সন্তান। তাদের মা ফারজানা বেগমও সুস্থ রয়েছেন। তাদের মঙ্গল কামনা করি।’
 


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv