মার্কিন সরকারের ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিল ইউক্রেন

আপলোড সময় : ১২-০৩-২০২৫ ০৪:৫০:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৩-২০২৫ ০৪:৫০:৫৫ অপরাহ্ন
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নেতৃত্বাধীন ইউক্রেন সরকার আমেরিকার প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিতে রাজি হয়েছে।

গতকাল (মঙ্গলবার) সৌদি আরবের জেদ্দায় স্বাগতিক দেশের মধ্যস্থতায় আমেরিকা-ইউক্রেন সংলাপ শেষে এক যৌথ বিবৃতিতে কিয়েভের এই সম্মতির কথা জানানো হয়েছে।

ওই বৈঠকের পর মার্কিন সরকার ইউক্রেনকে আবার সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য দিতে রাজি হয়েছে।

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে তাৎক্ষণিকভাবে ৩০ দিনের একটি অন্তর্বর্তী যুদ্ধবিরতি কার্যকর এবং স্থায়ীভাবে যুদ্ধ অবসানের জন্য আলোচনা শুরু করতে রাজি হয়েছে ইউক্রেন। বৈঠকে নেতৃত্বের ভূমিকা রাখেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, বল এখন রাশিয়ার কোর্টে। এখন মস্কোর কাছে যুদ্ধবিরতির এই প্রস্তাব নিয়ে যাওয়া হবে বলে উল্লেখ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

রুশ সরকার যুদ্ধবিরতিতে সম্মত হবে বলে রুবিও আশা করেন। তবে তারা যদি এতে রাজি না হয় তবে দুর্ভাগ্যবশত সেখানে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে কী প্রতিবন্ধকতা আছে, তা ওয়াশিংটন বুঝতে পারবে বলে তিনি উল্লেখ করেন।

জেদ্দা বৈঠকে মার্কো রুবিওর সঙ্গে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎস, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিগা এবং দেশটির প্রেসিডেন্টের চিফ অব স্টাফ আন্দ্রে ইয়েরমাক অংশ নেন। তবে বৈঠকে রাশিয়ার কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। এছাড়া, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সৌদি আরবে অবস্থান করলেও ওই বৈঠকে অংশ নেননি।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে বিশেষ সমারিক অভিযান শুরু করেছিল রাশিয়া। সেই থেকে এখন পযন্ত ইউক্রেন যুদ্ধ চলছে। সাম্প্রতিক সময়ে রাশিয়া যুদ্ধে অগ্রগতি পাচ্ছে। ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড এখন রাশিয়ার দখলে। এর মধ্যে ক্রিমিয়াও রয়েছে, যে উপত্যকা ২০১৪ সালে দখল করে নিয়েছিল মস্কো।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv