
বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় রোখসানা খাতুন (২৫) ও তার মেয়ে রাহিমা খাতুন (৩) মারা গেছে। বুধবার (১২ মার্চ) পাকরাইলে এই দুর্ঘটনাটি ঘটে।রোখসানা কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ছাতারপাড়া গ্রামের আবু বক্করের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে রোখসানা অটোভ্যান নিয়ে বেড়াগ্রাম বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি ফিরছিলেন।পথিমধ্যে পাকরাইলে একই দিক থেকে আসা একটি মিনি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। মা ও মেয়ে দুজনই রাস্তার ওপর পড়ে ঘটনাস্থলে শিশু রহিমা মারা যায়।
তারা আরো জানায়, রোখসানাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার অবস্থার অবনতি হয়। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, নিহত পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ট্রাকচালক ও তার সহযোগী পালিয়ে গেলেও ট্রাকে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা।