‘আইসিসি মানেই ভারতীয় ক্রিকেট বোর্ড, এর সমাধান দরকার’

আপলোড সময় : ১২-০৩-২০২৫ ০৬:৫০:০০ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৩-২০২৫ ০৬:৫০:০০ অপরাহ্ন
সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিতর্ক যেন থামছেই না। হাইব্রিড মডেলে আয়োজিত এই টুর্নামেন্টে ভারত ছাড়া বাকি সব দলকেই দুই দেশে ভ্রমণ করতে হয়েছে। অথচ রোহিত শর্মার দল পুরো টুর্নামেন্টেই এক ভেন্যুতে খেলার সুবিধা পেয়েছে, যা নিয়ে এবার সরাসরি আইসিসিকে আক্রমণ করলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার অ্যান্ডি রবার্টস।

ভারতীয় গণমাধ্যম মিড ডে-কে দেওয়া সাক্ষাৎকারে রবার্টস বলেন, ‘এর একটা বিহিত হওয়া দরকার। ভারত তো সবকিছু পেতে পারে না। কোনো কোনো সময় আইসিসির উচিত ভারতকে না বলা।’ তিনি আরও বলেন, ‘ভারতকে ভ্রমণই করতে হয়নি। একটি দল কীভাবে পুরো টুর্নামেন্ট ভ্রমণ ছাড়াই খেলতে পারে? এটা অন্য দলের প্রতি অবিচার।’

রবার্টসের বক্তব্য আরও কঠোর হয়ে ওঠে আইসিসির ভূমিকা নিয়ে। তিনি বলেন, ‘আমার কাছে আইসিসি মানেই ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড। ভারতই সবকিছু নিয়ন্ত্রণ করে। কাল যদি ভারত বলে, “নো বল আর ওয়াইডের দরকার নেই”, আমি বাজি ধরে বলতে পারি, আইসিসি সেটা বাস্তবায়নের কোনো না কোনো পথ খুঁজে নেবে।’

এটাই প্রথম নয়। রবার্টস মনে করেন, ভারতের প্রতি এই বিশেষ সুবিধা নতুন নয়। তিনি বলেন, ‘সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারত আগেই জানত, সেমিফাইনালে উঠলে কোথায় খেলবে। অন্য দলগুলো যেখানে ম্যাচের আগেই প্রস্তুতি নিতে হিমশিম খায়, সেখানে ভারত আগেভাগেই সুবিধাজনক পরিকল্পনা সাজিয়ে নেয়।’

অ্যান্ডি রবার্টসের মতো অনেক সাবেক ক্রিকেটারই ভারতকে “বিশেষ সুবিধা” দেওয়ার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তবে আইসিসি এ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। অন্যদিকে, ভারতের এমন সুবিধা প্রাপ্তি নিয়ে ক্রিকেটবিশ্বে বিতর্ক যেন আরও বেড়েই চলেছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv